#রামধনু (বিষয়-স্কুলজীবন)
#রামধনু (বিষয়-স্কুলজীবন)


গৌতমবাবু আর তনুশ্রীদেবী আবিরকে নিয়ে টি.এম ইন্টারন্যাশনাল স্কুলে ইন্টারভিউ দিয়েছেন।গৌতমবাবুর দাদার মেয়েও ওই স্কুলে পড়ে।গৌতমবাবুরও শখ।স্কুলটাতে বড় খেলার মাঠ,সুইমিং পুল সবই আছে।সবাই গড়-গড় করে ইংরেজি বলে।
ইন্টারভিউ দেওয়ার একসপ্তাহ পরেও কোনও ফোন আসেনি।কারণ ইন্টারভিউটা ছিল আবিরের থেকে বেশি তার মা-বাবার।ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে কথা বলে তারা সেদিনকে শিক্ষকদের মন জয় করতে পারেনি।আর গৌতমবাবুর চাকরি নয়,ব্যবসা।
অগত্যা পাড়ার ইংরেজি মিডিয়াম স্কুলেই আবির ভর্তি হয়।সেই স্কুলেই আবির একদিন"ম্যাথস অলিম্পিয়াড ইন ইন্ডিয়া"য় প্রথম হয়।রামধনুর সাতটি রঙে আবিরের জীবন আলোকিত হয়েছিল।গৌতমবাবু সেদিনকে বুঝেছিল বড় স্কুলের বাহ্যিক সৌন্দর্যটা তার চোখের ভ্রান্তি ছিল।