রাজযোটক
রাজযোটক
অফিসে আসতে আজ অনেকটা লেট হয়ে গেছে রবির। সকাল বেলায় উঠেই বাড়ির লোকেদের এই বিয়ে নিয়ে রোজনামচা আর সহ্য হচ্ছেনা রবির। যাকে বিয়ে করতে চাইছে তার বাবা এখনও রাজি নয়, তাই শ্বশুরকে রাজি করাতে রাতদিন পরিশ্রম করে চলেছে, অন্যদিকে বাড়ির লোকেরা বিয়ে... বিয়ে করে পাগল করে মারছে, মেজাজটা সকাল থেকেই তাই বিগড়ে আছে রবির। তারপর ভীড়ের চোটে প্রথম বাসটা ছাড়তে হয়েছে, তাই অফিস আসতে অনেক টা... লেট হয়ে গেছে। অফিসে ঢুকেই তাড়াতাড়ি নিজের ডেস্কে বসে কম্পিউটার ওপেন করে মেল চেক করতে লাগল রবি । একসাথে অনেক মেল ঢুকছে। প্রত্যেকটা মেল খুলে রিপ্লাই করতে লাগল। অনেক গুলো মেলের রিপ্লাই করা বাকি রবির হাত কি প্যাডের ওপর ভীষন দ্রুতার সাথে চলছে, ঠিক তখনই অফিসের বেয়ারা এসে বলল
------------স্যার ভবেশ বাবু আপনাকে ভিতরে ডাকছেন।
-------------রবির চোখ মুখ কুঁচকে উঠল কথাটা শুনে, কিন্তু কিছু করার নেই! তাই বলল ঠিক আছে তুমি যাও... আমি যাচ্ছি।
বেয়ারা চলে যেতেই রবি চেয়ারে নিজের শরীরটাকে এলিয়ে দিয়ে হাত দুটো কপালে রাখল, একটা জোড়ে দীর্ঘনিঃশ্বাস ফেলল এবং বিড়বিড় করে বলে উঠল,
-
এই এক হয়েছে বিরক্তিকর খিটখিটে বুড়ো। উফ্....এর জ্বালাতন আর সহ্য হচ্ছেনা, কবে যে..... যোগ্যতার পরীক্ষা নেওয়া শেষ হবে কে জানে? নেহাত এই লোকটা তন্দ্রার বাবা তাই মুখ বুজে সব সহ্য করে নিচ্ছি, তন্দ্রার কথা ভেবে! একবার তন্দ্রার সঙ্গে আমার বিয়েটা হয়ে যাক, তারপর এই খিটখিটে বুড়োর. কম্পানির চাকরি আমি ছেড়ে দেব। দরকার হলে অন্য কোথাও চাকরি করব, চাকরি না. পেলে ব্যাবসা করব, তাও যদি না.... হয় কুলিগিরি করবো তবুও এই খিটখিটে বুড়োর অফিসে কাজ করবো না। কোন কু... লগ্নে এই রকম বড়লোক বাপের আদুরে মেয়ের প্রেমে পড়েছিলাম কে... জানে!
****************************************
হঠাৎ করেই রবির মোবাইলটা টুং.... করে বেজে উঠল। রবি পকেট থেকে মোবাইলটা বার করে হাতে নিয়ে দেখল তন্দ্রার মেসেজ, রবি সাথে সাথে ওপেন করে দেখল তন্দ্রা লিখেছে........
--গুড.... মর্নিং... মাই... সাইনিং... সান, আজকের দিনটা খুব ভালো কাটুক। আই.... লাভ...... ইউ.....।
---রবি সাথে সাথে রিপ্লাই করল গুড নয়.... ব্যাড... মর্নিং.... ,,, আর সান সাইনিং করার বদলে অন্ধকারে ডার্ক... হয়ে গেছে! অজ আবার লেট হয়েছে, তোমার খিটখিটে বাবা ডেকেছে, যাই...... না হলে আর আস্ত রাখবেনা.... আমার।
-----------সাথে সাথে তন্দ্রা রিপ্লাই করল, ওহ..... রবি তুমি রোজ রোজ কেন লেট করো বলোতো? তুমি জানোনা.... এই পরীক্ষায় পাশ করার ওপর আমাদের বিয়েটা নির্ভর করছে, তার পরেও তুমি রোজ রোজ লেট কর! আর আমার বাপি মোটেও.... খিটখিটে নয়!
-রবি ম্যাসেজটা পড়ে চোখ মুখ বেঁকিয়ে বলে উঠল না.... না...... খিটখিটে নয়, একেবারে নরম মানুষ, মুখ দিয়ে সব সময় মধু ঝড়ে। রবি নিজেই বলে উঠল, এইটা যদি লিখে পাঠাই... তাহলে আর রক্ষে নেই! বাবার সাথে সাথে মেয়েও আস্ত মাথা চিবিয়ে খাবে আমার, রবি তাই দুটো স্মাইলি পাঠিয়ে আই.... লাভ.... ইউ... টু.... লিখল। এবং চেয়ার ছেড়ে উঠে এগিয়ে যেতে লাগল ভবেশ বাবুর কেবিনের দিকে। কেবিনের কাছে গিয়ে দরজাটা হাল্কা ঠেলে বলল.... মে... আই.... কাম.... ইন.... স্যার..?
---ভবেশ বাবু বেশ গম্ভীর কন্ঠে বললেন. কাম.....ইন।
রবি নিজেকে ঠিক করে দরজা ঠেলে ভিতরে ঢুকে ভবেশ বাবুর সামনে দাঁড়ল।
----ভবেশ বাবু চশমার ফাঁক দিয়ে একবার আড় চোখে রবির দিকে তাকিয়ে নিয়ে বললেন, বসো...।
রবি সময় নষ্ট না করে তাড়াতাড়ি চেয়ারটা টেনে বসে পড়ল।
----------ভবেশ বাবু নিজে ল্যাপটপ থেকে চোখ সড়িয়ে, নিজের চকচকে টাকে একবার হাত বুলিয়ে, রবির চোখে চোখ রেখে বললেন, এটাকি.... তোমার বাবার অফিস, যখন খুশি... তখন আসবে...?
----------রবি মাথা নিচু করে বিড়বিড় করে বলল, না... বাবার কেন হবে! খিটখিটে শ্বশুরের...
---------ভবেশ বাবু বলে উঠলেন, কিছু.. বললে আমাকে...!!!
--------রবি অল্প হেসে বলল, না,,, না,,, আসলে বাড়িতে রোজ বিয়ে নিয়ে খুব ক্যাচাল...... বলেই নিজের মুখটা সাথে সাথে হাত দিয়ে চেপে ধরল রবি!
আর ভবেশ বাবু অবাক চোখে চেয়ে রইলেন রবির দিকে।
-রবি নিজের মুখকে সামলে নিয়ে আবার বলে উঠল, আসলে বাড়িতে রোজ বিয়ে নিয়ে খুব ঝামেলা হচ্ছে, ওরা আর কিছুতেই আমার বিয়েটা ফেলে রাখতে চাইছেনা.! ওদের ভালো করে সবকিছু বুঝিয়ে তারপর বেড়োলাম, আর তারপর আবার ভীড়ের চোটে বাস মিস হয়ে গেল তাই... লেট!
---ভবেশ বাবু গম্ভীর কন্ঠে বলে উঠলেন, বিয়ে যখন দিতে চাইছে তখন করে নাও..... তাহলেই তো..... ঝামেলা শেষ.! করছো না...... কেন.?
----------রবি আবার বিড়বিড় করে বলে উঠল, করতে তো..... চাইছি কিন্তু আপনার জন্য যত.. ঝামেলা! কেন যে... আপনার মত খিটখিটে বুড়োর মেয়েকে ভালোবাসলাম কে.... জানে!এখন নিজের ওপর নিজের রাগ হয়! কপাল চাপড়াতে ইচ্ছে করে, অন্য কারোর মেয়েকে ভালোবেসে বিয়ে করলে, এতদিনে ঠিক বাবা হয়ে যেতাম! আর এখন বাবা হওয়া তো... দূরস্ত! বিয়ের জন্য যোগ্যতার পরীক্ষা দিতে হচ্ছে! কি.... কপাল আমার....!
---------ভবেশ বাবু গলা খাঁখাড়ি দিয়ে বলে উঠলেন, বিড়বিড় না.... করে যা.... বলবে পরিষ্কার করে বলো..?
---------রবি মুখে হাসি এনে বলল, না.... স্যার কিছুনা...! আসলে বিয়ে করব কি... করে?
----------ভবেশ বাবু রবিকে আর কিছু বলতে না... দিয়ে বলে উঠলেন, কেন মেয়ে পাচ্ছনা! তবে এটাও ঠিক তোমার মত ছেলেকে... কোন বাবা.... মেয়ে দেবে!!!
----------রবি বলে উঠল না.... স্যার ব্যাপারটা ঠিক সেই রকম নয়.! মেয়ে বিয়ে করতে রাজি, কিন্তু মাঝখান থেকে খিটখিটে বুড়ো.. বাপ..!! আবার নিজের মুখটা চেপে ধরল রবি, তারপর নিজের মাথায় নিজেই গাট্টা মেরে বলল, যাও বা.... বিয়ে হওয়ার একটু চান্স ছিল.., সেটাও গেল.., তোর চলা মুখের জন্য!! এবার পরীক্ষায় তুই পুরোপুরি ফেল.., আর কিছু করার নেই..!এইবার তোকে দেবদাস হয়ে ঘুরতে হবে, আর তোর পারোকে অন্য কেউ বিয়ে করে নেবে!!!
---------ভবেশ বাবু গম্ভীর কন্ঠে বলে উঠলেন, কি... এত সবসময় বিড়বিড় করছো! তোমার কি কোন মানষিক রোগ আছে....?
---------রবি উত্তেজিত হয়ে বলে উঠল, না... না.... স্যার মানষিক কেন... কোন রকম রোগ নেই আমার! আমি একদম সুস্থ....!!!
----------ভবেশ বাবু গম্ভীর কন্ঠে বলে উঠলেন, ঠিক আছে, এখন বিড়বিড় না.... করে যা.... বলছি সেটা করো...।
--------রবি দুই দিকে ঘাড় হেলিয়ে হ্যাঁ.... বলল।
----------ভবেশ বাবু একটা খাতা পেন এগিয়ে দিয়ে বললেন, যা... যা.... বলছি সব লিখতে থাকো।
রবি খাতাটা খুলে পেনটা নিয়ে রেডি লেখার জন্য।
-----------ভবেশ বাবু বলতে শুরু করলেন, বোস বাবু...পাঁচ, রায় বাবু.... দুই, ব্যানার্জ্জী বাবু...সাত, ঘোষ বাবু.... চার......
---------রবি নিজের কৌতূহল চাপতে না....পেরে বলে উঠল, কিসের লিস্ট এটা স্যার....
---------ভবেশ বাবু বলে উঠলেন, মেয়ের বিয়ের নিমন্ত্রনের.....,
----------রবি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কিইইইইইই, তারপর খাতার পেজটা ছিঁড়ে কুটিকুটি করতে লাগল, আর বলতে লাগল আমার ভালোবাসা কে.... অন্যের হাতে তুলে দেবেন, আবার আমাকে দিয়ে বিয়ের নিমন্ত্রনের লিস্ট বানিয়ে নেবেন, নিকুচি করেছে বিয়ের লিস্ট, আর আপনার যোগ্যতার পরীক্ষা, আমি চললাম তন্দ্রাকে...বিয়ে করতে।
****************************************
রবি আর সময় নষ্ট না...... করে কেবিনের দরজা ঠেলে বেড়তে যাবে, তখন সামনে দেখে তন্দ্রা হাসিহাসি মুখে দাঁড়িয়ে আছে।
---------রবি উত্তেজিত হয়ে তন্দ্রার হাতটা ধরে বলে উঠল, তুমি একদম ঠিক সময়ে এসেছ, আমরা এক্ষুনি বিয়ে করব!! তোমার খিটখিটে বুড়ো বাবা অন্য জায়গায় তোমার বিয়ে ঠিক করছে, আর জানো বিয়ের নিমন্ত্রনের লিস্ট আমাকে দিয়ে লেখাচ্ছে....!!!
--------তন্দ্রা রবির হাতটা ছাড়িয়ে ভীতরে ঢুকতে ঢুকতে বলল, তো.... কি.... হয়েছে!!!
---------রবি ঘুরে দাঁড়িয়ে বলল কি.... হয়েছে মানে???? তুমি কি.... তোমার বাবার কথায় অন্য কাউকে বিয়ে করতে.. রাজি.. হয়ে গেছ নাকি???
---------তন্দ্রা ওর বাবার কাছে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে উঠল, আই... লাভ... ইউ....বাপি, অ্যান্ড... থ্যাঙ্ক.... ইউ... বিয়েটা মেনে নেওয়ার জন্য।
---------ভবেশ বাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ধূর পাগলি থ্যাঙ্ক... ইউ... এর কি... আছে, তোর খুশির জন্য আমি সব কিছু করতে রাজি, আর তা.... ছাড়া বিচার... বিবেচনা করে দেখলাম ছেলেটা বেশ... ভালো।
------------রবি অবাক হয়ে বাবা মেয়ের কান্ড দেখছে, আর ভাবছে কি.. হচ্ছে এটা!!! তন্দ্রা আমাকে ছেড়ে দিচ্ছে ওর বাবার কথায় বিয়ে করতে রাজি!!!আমাদের এতদিনের ভালোবাসা সম্পর্কের কোন দাম নেই ওর... কাছে!!!! তাহলে কি... ভালোবাসা ছিলনা...!!! পুরোটা মিথ্যে নাটক ছিল!!! রবির ভাবনার ছেদ পড়ল কাঁধের ওপর কারোর হাতের স্পর্শ পেয়ে । রবি চেয়ে দেখল ভবেশ বাবু হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন।
--------ভবেশ বাবু বলে উঠলেন, দেখ আমার ছেলে নেই...., একটাই মেয়ে, তাই ওর... বিয়ের সমস্ত কাজ আমার হাতে হাত মিলিয়ে তোমাকেই করতে হবে! কারন আজ থেকে তুমি আমার ছেলে।
---------রবি দৃঢ় কন্ঠে বলল, আমি পারবনা...!!! চোখের সামনে তন্দ্রা কে... অন্য কারোর হয়ে যেতে দেখতে!!! আপনারতো প্রচুর টাকা আছে... তাই কাজের লোকের অভাব হবেনা...!
----------ভবেশ বাবু বলে উঠেলেন, তা.... হয়তো হবে না...!! কিন্তু তারা বাইরের লোক, আর তুমি নিজের ছেলের মত, তাই তুমিই করবে এটা.... আমার আদেশ...!!
----------রবি কথাটা শুনে অবাক হয়ে বলে উঠল, নিজের লোক মানে...!
----------তন্দ্রা হাসতে হাসতে বলল, আরে বুদ্ধু... বাপি আমাদের বিয়ের কথা বলছে, আর তুমি জামাই, মানে ছেলের মতো, তাহলে নিজের লোক হচ্ছে তাই না....!!!
----------রবি আনন্দে ভবেশ বাবুকে জড়িয়ে ধরে টাকে একটা চুমু খেয়ে বলল, থ্যাঙ্ক... ইউ.... খিটখিটে বুড়ো..., তারমানে আমি পরীক্ষায় পাশ করে গেছি...।
--------তন্দ্রা বলে উঠল, এই তুমি আবার আমার বাপিকে খিটখিটে বুড়ো বলছ..!!!
---------রবি হাসতে হাসতে বলে উঠল খিটখিটে বুড়ো কে... খিটখিটে বুড়ো বলবোনাতো... কি বলব!!!!
---------ভবেশ বাবু রবির কানটা ধরে বলে উঠলেন, তবে রে...খুব সাহস বেড়ে গেছে দেখছি, তাহলে বিয়ে ক্যান্সেল করে দেব.....!!!
--------রবি আর তন্দ্রা একসাথে নাআআআআ বলে উঠল।।
--------ভবেশ বাবু ওদের কান্ড দেখে হো.... হো.... করে হেসে উঠলেন। সাথে সাথে তন্দ্রা আর রবি দুজন দুদিক থেকে ভবেশ বাবুকে জড়িয়ে ধরলো।

