STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Inspirational Thriller

4  

Paula Bhowmik

Tragedy Inspirational Thriller

পুনর্ভবা পর্ব :-৪

পুনর্ভবা পর্ব :-৪

2 mins
431

সেদিন রাতে শোবার পর নিখিলেশ সুলতার ডান হাত খানা নিজের দুই করতলে নিয়ে বলে,


____আচ্ছা সুলতা , তোমার মন খারাপ হয়নি তো, মা অমন কথা বললেন বলে?


____না, মা তো ঠিহই কইছে। পোলা হইলে তো আমাগরই থাকবো আর মাইয়া হইলে....... তিনডা মারিয়া বিয়া দেওন মুহের কতা না। তার উফরে একডা আবার বুবা। শঙ্করী আমার বুইনের লাহান। 

যত্ন কইরাই রাখবো মাইয়াডারে।


_______পাগলি আমার! কেন ভাবছো যে মেয়েই হবে? ছেলেও তো হতে পারে। ছেলে, মেয়ে যাই হোক না কেন আমাদের কাছে সমান আদর ওদের। 


______ হ, আমি নিজেই অহন চাই যেন্ মাইয়াই হয়। 

আর তো পুলাপান নিমুনা। এইবার তাইলে আমার লাখান শঙ্করীরেও কেউ মা ডাকবো। মা ডাকের যে কি সুখ, হ্যাও একটু বুঝুক। 


______সুলতা, এত বড় মন তোমার! মনে হয় যেন সাগরের মত। 


______এইডা দেহি নাই। কিন্তু হাওর দেখছি।


হেসে ওঠে সুলতা। 


_____ওটা কি জিনিস? 


_____আগের বাড়ির কাছে নদী তো একটা আছিল। কিন্তু বিষ্টির দিনে নদী, জমি, রাস্তা বেবাক মিইশ্যা যায়। শুধু জল আর জল। কুনো কুল কিনারা নাই। এইডারেই কয় হাওর। 


_____হুম বুঝলাম। কেউ কোথাও গেলে তখন নৌকা করে যায়, তাইতো। 


_____হু, কিরায়া নৌকাও পাওন যায়। 


আচ্ছা, তুমি বললে বাড়িটার কাছে একটা নদী ছিল। 

কি নাম ছিল নদীর? 


বাবায় যহন আমাগরে গঙ্গারামপুর লইয়া আইলো তহন তো আমি ছুটো। ভুইল্যা গেছি নামডা। মগড়া, নাকি উব্দাখালি না গুনাই কি যে............. 

গঙ্গারামপুরের নদী খানের নাম মন আছে, পুনর্ভবা। 


নিখিলেশ হাসেন। আরে ওটা শুধু তোমার গঙ্গারামপুরের নয় এই বীরগন্জের ও নদী। এখানে দেখতে এই ছোটো নদী টাই ঢেপা নদীর সাথে মিলে গেছে দিনাজপুরে। তারপর পুনর্ভবা নামেই ওখানে এত বড় হয়ে গেছে। ঢেপা হলো করোতোয়ার দান। জলের অভাবে পুনর্ভবা কে মরতে দেয়না এই ঢেপা। অথচ দেখ এমন একটা সময় ছিল যখন হিমালয় থেকে জল আসতো এই পুনর্ভবায়। জল সরানোর প্রয়োজনে কাটতে হয়েছিলো খাল। সেই কোদালে কাটা খালই রূপান্তরিত হয়ে ছিল কুদ্দলিখাত বা কুলিক নদীতে। এগুলো অবশ্য বক্তিয়ার উদ্দিন আসার আগের কথা। কোদালে কেটে ওঠানো মাটি দিয়ে কুলিকের পশ্চিম পাড়ে যে সড়ক তৈরী হয়েছিল তার নাম "মগদম এর আলপথ"। এই পথেই বক্তীয়ার উদ্দীন এসেছিলেন। পরবর্তীতে 

জালালউদ্দিন (রাজা গনেশের পুত্র যদু) রাস্তাটি সংস্কার করে তাঁর গুরুর নাম অনুসারে এই নাম রাখেন। এখনো এই রাস্তার কিছুটা বর্তমান। 

______ইস! তুমি ঘুমিয়ে পড়েছো? দেখো কান্ড! এসব কথা বলতে সুরু করলে থামার কথাও ভুলে যাই আমি। 

_______উমমমম..... 

আচ্ছা, আচ্ছা বেশ বেশ ঘুমোও। এখন চুপ করছি। 


Rate this content
Log in

Similar bengali story from Tragedy