STORYMIRROR

Sagnik Bandyopadhyay

Abstract

2  

Sagnik Bandyopadhyay

Abstract

পর্যটন

পর্যটন

1 min
698


পর্যটন শব্দটির মধ্যে এক অসাধারণ আনন্দ জড়িয়ে আছে। কনয় স্বপ্ন দেখে, সে পর্যটন ম্যানেজমেন্ট নিয়ে  পড়াশোনা করবে। সে উচ্চ-মাধ্যমিক দিয়েছে। কনয় তার পরিবারকে জানায় তার মনোগত ইচ্ছা। পরিবারও রাজি হয়ে যায়। কিন্তু পারিপার্শ্বিক মানুষজন বলে পর্যটন ম্যানেজমেন্ট নিয়ে পড়লে ভবিষ্যতে কিছু করতে পারবে না। তাদের এই উপদেশ শুনে কনয় ও তার পরিবার ভাবে সত্যিই তাহলে এটা পড়া যাবে না। তার মনের ইচ্ছাকে এইভাবে বিসর্জন দিতে হয়। কনয় যে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতো দেশ-বিদেশের পর্যটন কেন্দ্রগুলোয় সে ঘুরবে, তা বাস্ত

বে রূপায়িত হয় না। আমাদের এই উত্তর-আধুনিক যুগের সমাজের ভবিষ্যৎ গড়ার ইঁদুর দৌড়ের মধ্যে আমরা আমাদের বহু স্বপ্নকে এভাবে অঙ্কুরেই বিনষ্ট করি। এর জন্য আমাদের শিক্ষাব্যবস্থা অনেকাংশে দায়ী। যার দরুন কনয়ের মতো ছেলেমেয়েদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু কনয়ের পর্যটনের দিকে যে টান আছে, তার বশবর্তী হয়ে বিভিন্ন জায়গা ঘোরে। পর্যটনের মধ্যে এক আলাদা সুখ আছে। এই সুখ কেবল তারাই আস্বাদন করতে পারে, যারা পর্যটন প্রেমী হয়। কনয়ও সেধরনেরই একজন ছেলে। আসুন আমরা সবাই কনয়ের মতো পর্যটন প্রেমী হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি।


Rate this content
Log in

Similar bengali story from Abstract