আবরণ
আবরণ
আমরা প্রত্যেকেই কেউ-না-কেউ কোনো আবরণে নিজেদের ঢেকে রাখি। আমরা যেন ঠিক জোকারের মতো। কখনো একরকম আবরণে আবৃত করেছি কখনো বা আরেকরকম। এই আবরণের দরুণই আমাদের জীবন ক্রমশ কষ্টকর হয়ে পড়ছে। জোকার যাঁরা সাজেন তাঁরা তাঁদের জীবিকা নির্বাহের জন্য তা করেন। কিন্তু আমরা এমনই জীবিকা ছাড়া আমরাই আবরণে আবৃত হয়ে থাকি। এই আবরণ যতক্ষণ না আমরা ফেলে দিতে পারি, ততক্ষন আমাদের জীবনে শান্তি হবেনা। আমরা কখনো মিথ্যার আবরণ, কখনো অন্যকে ঠকানোর আবরণ প্রভৃতি পড়ে থাকি। ফলে আমাদের সমাজে সততা ন্যায়-পরায়নতা হ্রাস পাচ্ছে।