অসুর
অসুর


২০২০। মানুষেরা ভীত ও সন্ত্রস্ত। মানব সমাজকে ধ্বংস করতে উদ্যত হয়েছে করোনা নামক অসুর। মানুষের ক্রমশ শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। অসুরের দৃষ্টি যার দিকে পড়ছে তাঁকে ও তাঁর পরিবারকে করে ধ্বংস করে দিচ্ছে। অন্য মানুষেরা এই ধ্বংসলীলা চাক্ষুষ প্রত্যক্ষ করছে। অসুর করোনাকে মারার জন্য মানুষের প্রাণপণ চেষ্টা করলেও তারা ফলপ্রসু হতে পারছে না। তাই যাকে করোনা আক্রমণ করছে তাকে মানুষেরা নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সেইসব রোগীদের মানব সমাজ বহিস্কৃত করে দিচ্ছে। শুধু ভুলে যাচ্ছে তাদের যুদ্ধ করো না আক্রান্ত রোগীদের সাথে নয়, তাদের যুদ্ধ অসুররূপী করোনার বিরুদ্ধে। এর ফলে মানব সমাজ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বলতা থেকে মানবসমাজ ঠিক বেরোবেই এই আশা নিয়ে আশাবাদী মানুষেরা বুক বাঁধছে।