বসুধৈব কুটুম্বকম ২৯/০৫/২
বসুধৈব কুটুম্বকম ২৯/০৫/২
সৃজন ছোটবেলা থেকেই ভারতীয় আদর্শে বড়ো হয়েছে। তাই তার কাছে সমগ্র পৃথিবী পরিবারস্বরূপ। সৃজনের পরিবার উচ্চবিত্ত। তার বাবার চাকরিসূত্রে অনেক দেশ ঘুরেছে সে। সৃজন যে দেশেই গেছে সেই দেশের মানুষকে নিজের আপনজন মনে করেছে। সে সেইসব দেশের মানুষদের সাথে একাত্ম হয়ে ওঠে। কেউ তার দিদি, কেউ তার দাদা, কাকা প্রভৃতি কত সম্বন্ধ গড়ে ওঠে। সে এরকম এক দাদা কে বলছে,"তোমার সাথে আমার পরিচয় অনেকদিনের বলে মনে হয়।" সেই ব্যক্তিটি জার্মান। বাংলা বোঝেন না। একজন তাকে জার্মানি ভাষায় কথাটি বলে দিলেন। এভাবে সৃজন ভারতীয় আদর্শকে বাস্তবে রূপায়িত করে দেখালেন। তারা যেন প্রত্যেকে প্রত্যেকের জন্য তৈরি হয়েছে। সৃজন সেইসব সব সদস্যদের মধ্যে একাত্মতাবোধ জাগ্রত করলেন।