কথোপকথন
কথোপকথন




টেবিলের ওপর বিশ্রাম নিচ্ছে রণ ক্লান্ত স্টেথোস্কোপ, পেন আর খাতা। এখন তাদের সেরকম বিশ্রামই হয়না। তাই কাজের ফাঁকে একটু গা জুড়িয়ে নিচ্ছে। করোনা রোগীর সংখ্যা যত বাড়ছে, তাদের কাজও তত দ্রুতগতিতে বাড়ছে। পেন বলছে খাতাকে,"আর পারছি না।" শুনে খাতা বলে,"আমার অবস্থা দেখ। তোকে দিয়ে আমার উপর লিখে লিখে দেহটা আর সইতে পারছে না।" এদের কথোপকথন শুনে স্টেথোস্কোপ বলে ওঠে,"আর আমাকে ভুলে যাচ্ছ ভায়া? আমার রোগীদের শ্বাস শুনতে শুনতে আমারই শ্বাস বেরিয়ে যাওয়ার অবস্থা।" পেন ও খাতা উভয়ই একসাথে বলে ওঠে,"নাগো না। তোমাকে ভুলিনি। তুমি এখন রোগীদের কি রকম শ্বাস শুনতে পাও?" শুনে স্টেথোস্কোপ গম্ভীর হয়ে বলে ওঠে,"ভয়ঙ্কর শ্বাস। এরকম শ্বাস আগে কোনো রোগীদের শুনিনি। করোনা খুব বাজেভাবে মানুষের শ্বাসযন্ত্রকে আক্রান্ত করছে। কি বীভৎস আওয়াজ। যেন দশ হাজার বোম ফাটছে।" শুনে পেন ও খাতারও কিরকম একটা ভয় লাগলো। স্টেথোস্কোপ বলে উঠলো,"শুনছি আমাদের দেহও ভাইরাস বেশ কিছুক্ষণ বাসা বাঁধতে পারে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?" শুনে পেন ও খাতা উভয় বলে উঠলো,"আমাদের তো অনেকে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজড করছেন।" স্টেথোস্কোপ তাদের কথায় সহমত হলো। তাদের কথোপকথনের মাঝে ইতিমধ্যে ডাক্তার এসে উপস্থিত। তিনজন একসাথে বলে উঠল,"চলো কাজে লেগে পড়ি।"