দরিদ্র
দরিদ্র
ঋষি ছোট থেকেই দারিদ্রতার সাথে লড়াই করে বড়ো হয়েছে। তাকে তার পরিবারের অনেক দায়িত্বই নিজের কাঁধে তুলে নিতে হয়েছে। কখনো সে বাড়ি বাড়ি কাগজ বিলি করে, আবার কখনো মশলা বিক্রি করে সংসার চালিয়েছে। এর পাশাপাশি তার থেকে ছোটদের পড়িয়েও উপার্জন করেছে সে। ছোটবেলা থেকেই ঋষি বড়ো মেধাবী ও পড়ুয়া ছাত্র। দারিদ্রতার মধ্যেও সে পড়াশোনাকে কখনো ত্যাগ করেনি। ঋষি জীবনের এই বোঝা সানন্দে বয়ে চলেছে। এই বোঝা টানতে টানতে সেই ক্লান্তি অনুভব করে। কিন্তু তার তীব্র ইচ্ছাশক্তির দরুন সে দমেনি। ঋষির এখন আর দারিদ্রতা নেই। সে এখন বড়ো চাকরি করে। তার এক বন্ধু তোকে বলে,"ছোটবেলা থেকে এত কষ্ট করেছিস, এখন একটু ফুর্তি করে বাঁচ।" শুনে মৃদু হেসে ঋষি বলে,"নারে। আমিতো দারিদ্রতার মধ্য দিয়ে বড়ো হয়েছি, তাই ফুর্তি করে জীবন চালানোটা আমার আসেনা।