STORYMIRROR

Ranjita Mukherjee

Abstract Others

2  

Ranjita Mukherjee

Abstract Others

Prompt -7 (টাকা কামানোর ইঁদুর দৌড় )

Prompt -7 (টাকা কামানোর ইঁদুর দৌড় )

1 min
110

আমরা সবাই ইঁদুর দৌড় প্রতিযোগীতায় নাম লিখিয়েছি। ছোটবেলায় ছিল পড়াশোনার ইঁদুর দৌড় প্রতিযোগীতা আর বড় হয়ে টাকা কামানোর। 

অফিসে পজিশন বাড়ানো আর টাকা কামানোর এই দৌড়ে আমরা কত কিছু মিস করে যাই। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো আর কতটাই বা হয়ে ওঠে ?

এই দৌড়ে অনেকেই অনেকের ক্ষতি করে বা সর্বনাশ করে বস্ বা মালিকের কাছে প্রিয় হতে চায়। তবুও আমরা হাপিয়ে পড়ি না। 


প্রশ্ন : কেন, আপনি কি টাকা চান না? আপনি কি ভালোভাবে জীবন যাপন করতে চান না ?

উত্তর : চাইবোনা কেন, কিন্তু অন্যের ক্ষতির কী দরকার ? পরিবারকে সময় না দিতে পারলে সেই টাকা কামিয়ে কী লাভ ? হ্যাঁ, যদি সিঙ্গেল হন, তখন আর কিছু বলার নেই। 

আর কারোর প্রশ্ন বা উত্তর আছে ?   


Rate this content
Log in

Similar bengali story from Abstract