Ranjita Mukherjee

Abstract Others

2  

Ranjita Mukherjee

Abstract Others

Prompt -4 (দিন-রাত্রি :- দিনু ভাই আর রাতু ভাই)

Prompt -4 (দিন-রাত্রি :- দিনু ভাই আর রাতু ভাই)

1 min
139



দিনের পর আসে রাত আর রাতের পর আসে দিন। 

এ বিষয়ে সবার একটা কমন প্রশ্ন হল, দিন আগে নাকি রাত আগে আসে। দিন বা রাত যেটাই আগে আসুক না কেন, সময়ের ঘরে ঘড়ির কাঁটা চলতেই থাকে। আর সময়ের কথা, ঘড়ির কথা - এসব বললে মাথার মধ্যে লন্ডনের গ্রিনিচ টাইম, টাইম মেশিন ঘুরতে থাকে। 

টাইম মেশিনের সাহায্য নিয়ে নিজের জীবনের অনেক টাইম মুছে দিয়ে নতুন করে লিখতে ইচ্ছে হয়েছে কতবার। আর যদি নতুন করে লেখা না সম্ভবও হয়, তাহলে অন্তত মুছে দিতে পারলেও অনেক কিছু বদলে যেত। 

ঘড়ি না থাকলে কাজের সময় নির্দিষ্ট থাকতো না। বর্তমান সময়ের কথা ভাবলে, সাইক্লোন কখন আসবে সেই সময় টা সঠিক ভাবে বা নির্দিষ্ট ভাবে বোঝা যেত না।আর লন্ডনের গ্রিনিচ ঘড়ি না থাকলে এক দেশের সঙ্গে অন্য দেশের সময় মেলানো যেত না।  


Rate this content
Log in

Similar bengali story from Abstract