Ranjita Mukherjee

Abstract Others

3.3  

Ranjita Mukherjee

Abstract Others

Prompt -2 (কুকুরের বিষয়ে :- ডগি)

Prompt -2 (কুকুরের বিষয়ে :- ডগি)

1 min
259


প্রথম টা এই ভাবেই শুরু করি যেমন টা কুকুরের বৈশিষ্ট্য। 

কুকুর প্রভু ভক্ত। কুকুর কে যে পোষে বা নিয়মিত খাবার দেয়, তার প্রতি সে নিষ্ঠাবান ও খুব-ই বিশ্বস্ত। 

তাও কেন, কোন মানুষকে গালাগালি দেওয়ার সময় "কুত্তা" বলে কুকুর কেই অপমান করি ? "কুত্তা" শব্দটা হিন্দি থেকে এসেছে যেটা বাংলা তে গালাগালি তে পরিণত হয়েছে। সাধারণ ভাবে কুকুরকে বাংলা তে যেমন আমরা কুকুর বলি, তেমনি হিন্দি তে কুত্তা বলা হয়। আর ইংরাজিতে ডগ । অনেক বাড়িতে ছোট বাচ্চার সঙ্গে মানে মানুষের বাচ্চার সঙ্গে কুকুরের বাচ্চাও একসঙ্গে বড় করানো হয়। 

কুকুরের ঘ্রাণ শক্তি নিয়ে আর কিছু বলছিনা। 

বলা হয়, মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু একটি কুকুর তা কখনই করবেনা। এ নিয়ে সোশ্যাল মিডিয়া তে একটা পোস্ট দেখেছিলাম যেখানে একটা প্রশ্ন ছিল, "কে বেশি বিশ্বস্ত - গার্লফ্রেন্ড নাকি কুকুর ?" 

তো এতে আমার একটা মন্তব্য হল যে, ব্যাপার টা ঘুরে ফিরে সেই একই জায়গায় দাঁড়াচ্ছে। কুকুর কে একদিকে আমরা এতো ভালো বলছি আবার উল্টো দিকে কুকুরকে টেনে এনেই মানুষকে গাল মন্দ করছি। সেটা আলাদা ব্যাপার যে, এরকম যার ভাবনা চিন্তা তার গার্লফ্রেন্ড হওয়ার থেকে কুকুর হওয়াও ভালো হয়ত। 

আজকাল মানুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব বেশি না করলেও কুকুর পুষছে বেশি। আজ বাচ্চা, বুড়ো সবার সঙ্গে খেলা করার বা সময় কাটানোর সঙ্গী হল কুকুর । তবে কুকুর দের আয়ু বেশি বছর হয় না (এক এক প্রজাতির বা এক এক সাইজের কুকুরের বয়স এক এক রকম হলেও)।  


Rate this content
Log in

Similar bengali story from Abstract