প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু
প্রত্যেক মানুষের জীবনে বহু বন্ধু আসে। তাদের মধ্যে একজন সবচেয়ে প্রিয় হয়। আমার জীবনও তার ব্যতিক্রম নয়। আমার জীবনেও এরকম একজন প্রিয় বন্ধু আছে। তাকে ছাড়া আমি এক মুহুর্তও চলতে পারিনা। সে আমার মনের কথা খুব সুন্দর ভাবে প্রকাশ করতে সর্বদা সহযোগিতা করে। সে আর পাঁচজন মানুষের প্রিয় বন্ধুর মতো নয়। না সে কথা বলতে পারে, না সে নিজের ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। কিন্তু সে আমার মনের কথা সব থেকে বেশি বোঝে ও উপলব্ধি করতে পারে। অন্যদের কাছে সে এক জড় বস্তু হতে পারে, কিন্তু আমার কাছে সেই বন্ধুই হলো আমার প্রাণভোমরা। আমার প্রিয় বন্ধুটি খুব সুন্দর দেখতে। কখনো সে প্রতিবাদী হয়ে ওঠে আবার কখনো শান্ত ধীর স্থির। তার এই শক্তির জোরে সে বহুবার সমাজ পরিবর্তন করে দিয়েছে। সে স্পষ্টবাদী। তাকে দিয়ে মিথ্যা জোর করে বলাতে গেলে সে ভয়ঙ্কর রেগে যায়। আমার এই বন্ধুটি যুগে যুগে মানুষদের সহযোগিতা করে আসছে। আর আগামী দিনেও করবে। কিন্তু সে এখন বড় কষ্ট পায় মাঝেমধ্যে; কারণ আজকের সমাজ এতটাই যন্ত্র নির্ভর হয়ে পড়ছে তাই তার আর সহযোগিতার কোন প্রয়োজন নেই মানুষের কাছে। আপনারা ঠিকই ধরেছেন আমার প্রিয় বন্ধুটি হলো কলম। এই উত্তর-আধুনিক যুগে আমরা এখন কলমের বদলে বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার ও মোবাইলে টাইপ করে লেখালেখি করি। আগামী দিনে এই প্রবণতা আরো বাড়বে। কিন্তু আমার মতো কলম যাদের প্রিয় বন্ধু, তারা কখনো এই বন্ধুকে ছাড়বে না।
ওগো প্রিয় বন্ধু! তুমি যে কত দামি তা বুঝাইবো কি করিয়া?
তুমি কি আমার কাছে থাকিবে জীবন ধরিয়া?
