প্রেম
প্রেম


যদি শুধুমাত্র অনুভবে আর আবেগে তাকে চাও সেটা হলো প্রেম।আর বাস্তবতার হাত ধরে সেই মানুষটার সাথে প্রতিটা বাধা অতিক্রম করে সাথে থাকো সেটা হলো ভালোবাসা।
প্রতিটা মুহুর্তে তাকে মনের খাতায় রাখো সেটা প্রেম কিন্তু তার চাওয়া পাওয়া গুলো জেনে বুঝে তার জন্য নিজের শখটুকু আড়ালে রাখো সেটা হলো ভালোবাসা।
ভালোবাসা মানে একটা অনুভূতি যার স্মরনে মনের প্রতিটা কোনায় সুখ নামে।
প্রেম হলো একটা সত্তা যার কারনে চোখের পাতা,বিছানার বালিশ ভেজে আর মনের অলীক,অনাবিল শান্তি প্রাপ্তি হয়।