STORYMIRROR

আশালতা Ashalata

Abstract Inspirational

4  

আশালতা Ashalata

Abstract Inspirational

পাপার হাতের রান্না

পাপার হাতের রান্না

1 min
266

"কি বললি? তুই রান্না করিস?" অর্জুনের কথাটা শুনে সুনীলদের হাসি আর থামে না।

"হ্যাঁ রে, বিয়ের পরে ছেলেরা বউদের আঁচলের তলায় ঢুকে যায় জানি, কিন্তু তুই তো পুরো তলিয়ে গিয়েছিস রে।" 


"আসলে শ্রীয়ের অফিসের প্রেশার খুব বেড়েছে। সেই সকালে বেড়িয়ে যেতে হয়। আমার তো দশটা থেকে অফিস। তাই দিনের রান্নাটা আমিই করে ফেলি। মেয়েটাও আমার হাতে খেতে ভালোবাসে।" অর্জুন আলতো হেসে বলে।


সুনীল ওর কাঁধে হাত রেখে বলে," শোন ভাই , মেয়েদের জন্য ক্যারিয়ার ইজ লাইক হবি। তাছাড়া মায়ের হাতের রান্নার ব্যাপারই আলাদা। তোর মেয়ে তো বোধহয় স্বাদই জানেনা সেসবের।"


মুডটা বেশ অফ করেই বাড়ি ফেরে অর্জুন। 


কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথেই আট বছরের রুমি এসে গলা জড়িয়ে ধরে বলে,"পাপা , পাপা আজকের টিফিনটা কি ভালো দিয়েছিলে গো । কি যেন নাম? ও হ্যাঁ, সানি সাইড আপ উইথ লেমন ব্রেড। 

সৃজা তো বলেই দিয়েছে , তোমার যে বেটার শেফ্ আর কেউ না। 

কালকে কি দেবে গো?"


মেয়ের মুখের হাসি দেখে মন খারাপটা এক নিমেষে হারিয়ে যায় অর্জুনের।


শ্রী মিষ্টি হেসে বলে,"মেয়ে তো তোমার রান্নার ফ্যান হয়ে গেছে। তা আমিও ভাগ পাবো তো?" 


অর্জুন দুজনকেই কাছে টেনে বলে,"পেতে তো হবেই। পাপার হাতের রান্না বলে কথা।"


কলমে-আশালতা



Rate this content
Log in

Similar bengali story from Abstract