নট্ অল মেন
নট্ অল মেন
নন্দিনীর মুডটা একদম ভালো নেই। ঠিক দিন বুঝে পিরিয়ডটা হতে হল। বিরক্তিকর! হট ওয়াটার ব্যাগটা তলপেটের কাছে ধরে রাখলো নন্দিনী।
নন্দিনী এমনিতে খুব শান্ত মিষ্টি মেয়ে। রাগটাগ খুব একটা করে না কারোর উপর। কিন্তু এই পিরিয়ডের সময় নন্দিনী আর নন্দিনী থাকে না।
ক্র্যামস্ আর পেইনের জ্বালায় ভিতরে ভিতরে অতিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু বাইরে সেই ব্যাথা প্রকাশ করেনা। ওই নারীত্বের দাগটি তাকে ছেলেদের তুলনায় কমজোরী করে দেবে। তাই ব্যাথাটা রাগ হয়ে বেরিয়ে আসে ফুটন্ত লাভার মত।
আর সেই লাভার তাপে জ্বলে পুড়ে খাঁক হতে হয় সৌরদীপকে।
সৌরদীপ আমাদের নন্দিনী রানির মনের মানুষ যাকে বলে সোলমেট।
তবে আজকের বিষয়টা আলাদা। নন্দিনীর আজকে কলেজ ফেস্টে নাচ করার কথা। আর আজকের দিনেই পিরিয়ড কাকিমাকে আসতে হল!
রাগে গা জ্বলে যাচ্ছে নন্দিনীর , কি যে করবে? এই অবস্থায় তো নাচতেও পারবে না।
ঠিক এমন সময় সৌরদীপ ফোনটা করল।
"হ্যালো, নন্দা রেডি হয়েছিস তুই?" সৌরদীপ ওপাশ থেকে বলল।
"আর বলিস না, ঠিক আজকের দিনেই রুধির ধারা বইছে। " নন্দিনী কাঁদো কাঁদো গলায় বলল।
সৌরদীপ একটু চিন্তিত গলায় বলে,"এ বাবা! বিষয়টা তো বাজে হল । কিন্তু কি আর করবি বল? দাঁড়া আমি দেখছি ম্যানেজ করার জন্য ক...."
সৌরদীপকে কথাটা শেষ করতে দেয়না নন্দিনী। কথাটা মুড সুইং এর সাথে ক্ল্যাশ খেয়ে যায় ফলে যা হওয়ার সেটাই হয়।
"কি করবি তুই? অন্য কাউকে রিকোয়েস্ট করবি তো আমার পরিবর্তে পারফর্ম করার জন্য। Listen very carefully, হতে পারি আমি মেয়ে কিন্তু তার মানে এই না যে সেটা আমার কোনো কাজকে এফেক্ট করবে। So keep your precious thoughts within you only." বলে ফোনটা কেটে দেয় নন্দিনী।
মাথাটা ভয়ঙ্কর গরম হয়ে আছে। নাহ্ , নাচ তো আজ ও করবেই।
চটপট আনারকলিটা পড়ে আর মুখে অল্প কিছু মেক আপ লাগিয়ে তৈরি হয়ে নিল। সাথে এক্সট্রা লার্জ প্যাডটা পড়তে ভুললো না। পুরো রেডি হয়ে রওনা দিল কলেজের উদ্দ্যেশ্যে শ্রীমতি নন্দিনী।
কলেজে পৌঁছে দেখে কিছুক্ষণ আগেই প্রোগ্ৰাম শুরু হয়ে গেছে।
একটা চেয়ার টেনে বসতে যাবে এমন সময় সৌরদীপ এসে হাতটা ধরে টেনে নেয় নিজের দিকে।
"এটা কি হচ্ছে?" নন্দিনী রাগি গলায় জিজ্ঞেস করল।
"প্রয়োজন আছে, একটু ওইদিকে চল।" সৌরদীপ শান্ত গলায় বলল।
"আমার কোন দরকার নেই। আমি যা বোঝার বুঝে গিয়েছি। তোরা সবকটা ছেলেরা না এক। মেয়েদেরকে উইক ভাবতে খুব পছন্দ করিস।" নন্দিনী বলে উঠলো।
সৌরদীপ এবার নন্দিনীর ঠোঁটে আঙুল রেখে বলল,"চুপ! একদম চুপ। তখন থেকে ভাট বকেই চলেছে। এদিকে আয় বলছি।" বলে নন্দিনীর উত্তরের অপেক্ষা না করেই ওকে একটু ফাঁকা জায়গায় নিয়ে যায় ওকে।
তারপর বলে ,"কথা শোনার আগে বলাটা তোর অভ্যেস তাই না? আমি কি বলছিলাম না শুনেই রাগ করে বসলি। Insane soul."
তারপরে পকেট থেকে একটা ট্যাবলেটের পাতা বের করে বলে, "নে, অ্যাডভিল পিল, এটা খেলে পেইন আর ক্র্যামস্ কমে। মেয়ে বলে তোকে ছোটো করবো , এই চিনলি তুই আমাকে?"
জাস্ট অবাক হয়ে গেছে নন্দিনী, সৌরদীপ ওর জন্য এতটা ভাবে!
একটু নিচু গলায় বলে,"সরি রে, আসলে মেজাজটা তখন...."
সৌরদীপ জলের বোতলটা এগিয়ে দিয়ে বলে,"জানি দেবী , আপনার মেজাজের মুহুর্মুহু পরিবর্তন ঘটে আর সেটার সাথে আমি অভ্যস্ত। এবার ওষুধটা খেয়ে আমায় উদ্ধার করুন।"
ওষুধটা খেয়ে নিয়ে একটু হাসে নন্দিনী।
এমন সময় স্টেজে নন্দিনীর নামটা অ্যানাউন্স করা হল।
"যা গিয়ে ভালো করে নেচে আয়।" সৌরদীপ হেসে বলল।
নন্দিনী ছুঁটে গেল স্টেজের দিকে। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল ওর।
"not all men"
কলমে-আশালতা

