নবমী
নবমী
মেয়েটি জানে না কাউন্টডাউনের মানে
মেয়েটির কান নেই পূজার নতুন গানে।
শতছিদ্র জামাটি পরে সে আপন মনে খেলে।
কত টানা পোড়েনের মধ্যে দিয়ে ওদের সংসার চলে।
বাবাকে একটি নতুন জামা আবদার সে করে।
বাবা বলেন দেব তােমায় অষ্টমীর পরে।
সপ্তমী, অষ্টমী রিকশা চালিয়ে টাকা আনব,
আমার প্রিয় সােনার ভালাে জামা কিনব।
বাপ মেয়েতে গলায় গলায় ধরে, একে অপরকে কত সােহাগ করে।
কিন্তু হায়, বাবা অসুস্থ হয় সপ্তমীর সকালে
সারাদিন বসে সে দিয়ে হাত বাবার কপালে।
নবমীর সকালে প্রত্যেকের মুখ হয়েছে ভারী,
উমা আর থাকবে না, ফিরবে শ্বশুর বাড়ি।
আবার এক বছরের প্রতীক্ষা, তাই জল সবার চোখে
মেয়েটি বসে বাবার পাশে, চোখের জল লুকিয়ে রেখে
নতুন জামা হল না পরা এবছর নবমীতে
পরের বছর হয়ত পাবে মুখে হাসি এই আশাতে।
