পাখির বাচ্চাগুলাে
পাখির বাচ্চাগুলাে
আমাদের বাড়িতে প্রাচীরের ধারে একটা জাম গাছ আছে। তার ডালে বাসা বেঁধে ছিল একটা পাখি। কদিন বাদে দেখা গেল তার বাসায় গােটাকয়েক ডিম। আরও কয়েকদিন পর ডিম ফুটে কয়েকটি বাচ্চা বের হলাে। ওদের কিচিরমিচির ডাক শুনে আমার খুব আনন্দ হলাে। প্রতিদিন সকাল সন্ধ্যে গাছের নীচে দাঁড়িয়ে ওদের দেখতাম। দিন কয়েক পর দেখলাম মা পাখিটা কোথা থেকে কিছু খাবার এনে বাচ্চাদের খাওয়াচ্ছে। মা পাখিটা খাবার আনতে গেলে আমি গাছের নীচে দাঁড়িয়ে পাহারা দিতাম। সেদিন আমি তখন পড়ার ঘরে। 1. মা পাখিটার করুণ চিৎকার শুনে বাইরে এসে দেখলাম হুলাে বেড়ালটা গাছে লাফিয়ে পড়তেই ছানাগুলাে মাটিতে পড়ে চিচি শব্দ করতে লেগেছে। মা পাখিটা বােধহয় বাসায় ছিল না। হুলােটা ঝাঁপ দিয়ে পড়ার আগেই আমি তাকে তাড়া করেছিলাম। এরপর বাড়ির চাকরকে ডেকে বাচ্চাগুলােকে আবার বাসায় তুলে দেওয়া করালাম। এরপর দিন কয়েক হুলাের ওপর নজর রাখলাম আর দেখলাম মাও তার বাচ্চাকে ছেড়ে বেশি দূর যাচ্ছে না। দিনকয়েক পরে বাচ্চাগুলাে উড়তে শিখল। মায়ের আর কোনও ভয় নেই। আমারও সেদিন খুব আনন্দ হয়েছিল।