মিনির টিয়া
মিনির টিয়া
মিনি র টিয়াটার নাম বুচি, সারাদিন আগে মাঝে মাঝে চিৎকার করতো। "কে কে এসে মা" নয়তো টেলিফোন" কিংরিং" আওয়াজটা নকল করে ব্যতিব্যস্ত করে দিতো লোকজন কে। করো নাম নতুন করে শুনলেই সেটা বলা চাই দিনে একশো বার। কয়েকটি দিন মিনির মতো চুপচাপ হয়ে গেছে ও। কি সুন্দর ঘাড় বাঁকিয়ে ও মিনিকে দেখে ও। সবুজ মাঠ টা দেখে মিনি। হোম ওয়ার্ক, নাচের ক্লাস , আঁকার ক্লাস কোথায় সময় ওর। রুটিন মাফিক জীবনটা ওর খাঁচার মতো।
বুচি কখনো বাড়িতে ছাড়া থাকে । উরুতে ভুলে গেছে এমন নয়। তবে ও পালাবার চেষ্টা করে নি। মিনি ওর খাঁচাটা খুলে দিয়েছি আজ , আকাশে কর্কশ চিৎকার করে যাওয়া কিছু সবুজ টিয়া পাখি দেখে। কিন্তু ও আজো পালানো না। মিনির কাকিমা ব্যপারটা দেখে সবাই কে নিলিশ করতে যাবে বলে ভাবছে। তখন ঘেমে নেয়ে ঢুকলো টুবাই । রোজকার আজ ওকে অনেক ওলটপালট কথা শুনিয়েছে ওর বশ। মন খারাপ সবার। চাকুরী ছাড়বে যেই বলছে টুবাই। মিনি দেখলো ঘাড় বাঁকিয়ে বুচি দেখছে। ওর কাকিমা খাঁচার দরজা টা আটকে দিলো ভালো করে। বুচি অন্যদিন কাঁমড়তে যায়। আজ কিছু বললো না। ঠোঁট দিয়ে তুলে নিলো দুটো ছোলা।
