মাটি
মাটি
মাটিতে ঝরে পড়ে বৃষ্টির জল যত
সূর্যের তাপে তা জলীয়বাষ্প হয়ে
আকাশের বুকে সে গো মেঘ হয়ে ভাসে
আবার বৃষ্টি হয়ে নিচে নেমে আসে।
মাটির বুকে অঙ্কুরিত হয় চারা গাছ
কালক্রমে পরিণত হয় মহীরহে
সেই সব গাছের ফল ফুল যত
আবার পাড়ে ঝরে মাটিরই বুকে ।
মাটির বুকে শোনা যায় জীবনের গান
মাটির বুকেই আবার ঝড়ের আহ্বান
যে মাটি নিপুন ওগো সৃষ্টি কলায়
সেই মাটি যে সাক্ষী হয় ধ্বংস লীলায় ।
মাটি যে মায়ের মত বড়ই আপন
সবকিছু সয়ে যায় যে সে শান্ত যখন
মাটির বুকেই হয় যে প্রলয় নাচন
সেখানেই সুপ্ত থাকে গো সৃষ্টি সংরচন
মাটি সে যে দিগন্ত বিস্তারি আকাশ সম
মাটিতে মিশিবে একদিন শরীর মম
মাটিতে সৃষ্টি, মাটিতে প্রলয়, মাটিতে বিলয়
মাটি সে যে চির সত্য, আর কিছু নয় ।।
