অমর প্রেম
অমর প্রেম


বেশ কিছুদিন আগের কথা। একই গ্রামের দুটি ছেলে মেয়ে একসঙ্গে কলেজে পড়াশোনা করতো । সাইকেলে করে যাওয়া আসা করার সময় একটু একটু কথা, তারপরে একটু একটু ভালোলাগা, অল্প অল্প ছোঁয়া- এই ভাবে প্রেম ভালোবাসা । দিনের পর দিন ওদের সম্পর্ক নিবিড় হতে থাকে ।
হঠাৎ একদিন অনু অনুভব করল বিবেক যেন ওকে আর ভালোবাসে না । ও কারণ কি হতে পারে কিছুই খুঁজে পেল না।। একদিন সুযোগ পেয়ে সোজাসুজি বিবেককে জিজ্ঞাসা করল, কি ব্যাপার তোমার, আর কারোর দিকে মন ঢলেছে নাকি ? বিবেক অপ্রস্তুত হয়ে বলল
আমি সম্পূর্ণ ঠিক আছি, খেলা তো তুমি দেখাচ্ছ
অনু বলল কি বলতে চাইছো খুলে বলো। বিবেক বলল তোমায় আমি অন্য কারো সাথে বাইকে বসে যেতে দেখেছি। অনু ত হেসে কুটিপাটি ।
ও বলল বোকা কোথাকার , ও তো আমার নিজের ভাই।
এই কথা শুনে বিবেক লজ্জিত হলো আর বলল ঠিক আছে আমি তোর ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। অনু ওর ভাই আলোকের সঙ্গে বিবেকের দেখা করিয়ে দিল । আলোক খুবই ভালো ছেলে । বিবেকের সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল।
কিন্তু ওদের বন্ধুত্ব এত গভীর হলো যে সেই বন্ধুত্বের মাঝে অনু কোথায় হারিয়ে গেল !
অনু চুপচাপ থাকলো ,কাউকে কিছুই বলল না।
ওরা ধীরে ধীরে আরো বড় হলো ,চাকরি করলো । বিবেকের বাবা ওর জন্য কন্যা পাত্র খুঁজতে লাগলেন। বিবেক বলল ও একজনকে ভালোবাসে, তার সাথেই সারাজীবন কাটাবে । বিবেকের বাবা বললেন তুই ওই মেয়ের নামটি বল ,আমি গিয়ে যোগাযোগ করব । বিবেক বলল ,আমি যাকে ভালোবাসি ও মেয়ে নয়, ছেলে । ওর বাবা এই কথা শুনে আশ্চর্য হলেন। ওকে অনেক বোঝালেন ,আরেএরকম পাগলামি করিস না । দিবে কিন্তু ওর বাবার কোন কথাই শুনলে না।
একদিন অনেক খোঁজাখুঁজি করার পরও ওরা বিবেককে পেল না। এদিকে আলোকও বাড়ি ছিল না। ওরা একই সফটওয়্যার কোম্পানিতে কাজ করতো। ওখানে ওরা বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলো।
এদিকে অনু ওর ভালোবাসার স্মৃতি নিয়ে সারা জীবন একাই কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করল।