কোথায় গেলি
কোথায় গেলি
আজ মনে পড়ে কত না ভোলা কথা
কত গল্প করতিস, কোলে রেখে মাথা
সেই হাসিমাখা মুখ, উজ্জল দুটি চোখ
এক মাথা কালো চুল করুণায় মুখ ঢাকা
সবার দুঃখে সম দুঃখী তুই, নেই যে তোর তুলনা
পরের উপকারে ছুটটিস তুই , না করে কভু মানা
বন্ধুদের সাথে ঘুরতিস তুই,করে কত বাহানা
পড়াশোনায় বাজিমাত করে দেখাতিস আয়না
তোকে কি আর খুঁজে পাব , গাছের তলায়
পুকুর পাড়ে, রেলের ধারে, লুকোচুরি খেলায়
আমার জন্য শাড়ী কেনা , কখনো আনমনা
কত আবদার, কত কত গল্পের যে সম্ভার
তোর মধুর স্মৃতিতে ভরা আমার ভাণ্ডার।।
