STORYMIRROR

Manjula Acharya

Others

4  

Manjula Acharya

Others

ললিত দা

ললিত দা

1 min
335

  ললিতদা ছিলেন আমাদের পাঠভবন স্কুলের ইংরেজি টিচার । তিনি পড়াশোনা শেখানোর সময় খুবই স্ট্রিক্ট ছিলেন। আমাদের ক্লাস হতো সিমেন্টের একটি গোল বেদির চারপাশে বসে। হাফসারকেলে ছেলেরা বসতো আর অন্য একদিকে হাফসারকেলে বসতো মেয়েরা। উনি আমাদের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করাতেন। একবার একটি ছেলে মহাপাত্র শব্দটির ইংরেজি গ্রেট পট লিখেছিল । সেদিন ক্লাসে সবাই হেসে কুটি পাটি। আরেক দিনের ঘটনা । আমাদের মধ্যে থেকে কেউ একজন দেওয়ালে পিঠ ঠেসে বসেছিল। ওনার চো তো সবার উপরেই পড়ে। যেই সেটা দেখলেন সঙ্গে সঙ্গে বলে উঠলেন ---Wall has an attractive power . ছেলেটি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে পড়লো। সেদিন থেকে ক্লাসে বসার সময় সবাই বেশ সতর্ক থাকতো । একবার তিনি ক্লাসে  Marcony and wireless telegraphy পড়িয়েছিলেন। সেবার সে বিষয়ের পরীক্ষাতে আমার হাইয়েস্ট মার্ক ছিল। কারণ প্রশ্নের জবাবে যা জানতে চেয়েছিল ,আমি উত্তরের শেষে সেই জিনিসটা মেনশন করেছিলাম । আজ চোখের সামনে ওনার সেই দুর্বল চেহারাটি ভেসে ওঠে । সেই গম্ভীর মুখমন্ডল । আজ আমার এই লেখাটি ওনার জন্য শ্রদ্ধাঞ্জলি ভাবে উপস্থাপিত করছি। আজও আমাদের চলা পথে ওনার আশীর্বাদ নিশ্চয়ই ঝডে পড়ছে । ওনার স্মৃতি আমাদের মনে সদা সর্বদা চির ভাস্বর হয়ে থাকবে । উনি যেখানেই থাকুন না কেন যেন সদা সর্বদা চির আনন্দে ও সুখে শান্তিতে থাকেন। আমাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ।



Rate this content
Log in