Nandita Mondal

Abstract Tragedy Classics

5  

Nandita Mondal

Abstract Tragedy Classics

লুকোচুরি

লুকোচুরি

1 min
458


খুব সন্তর্পনে এগিয়ে চলছে কুহু। নিশ্বাস চেপে দরজার সামনে গিয়ে জোরে 'ধপ্পাআআআ' করল। চমকে উঠল কেকা। তারপর দুজনেই জোরে হেসে উঠল। সেই ছোট্ট বেলার খেলার সাথী দূজনে। বড় স্কুলের আনাচে কানাচে তাদের লুকোচুরি খেলার জন্য একদম আদর্শ জায়গা। কিন্তু সময়ের সাথে সাথে আজ এই লুকোচুরি কখন যে দুই বন্ধুর মাঝে ঢুকে পড়েছে তা তারা নিজেরাও বুঝতে পারেনা। ছোট বেলার সহজ সরল মন যত বড় হতে লাগল জটিল হতে থাকল। এখন তারা লুকোচুরি খেলাটা তাদের জীবনে খেলে । বর্তমানের প্রতিযোগিতার যুগে দুই বন্ধুর মাঝে লুকোচুরি খুব সূক্ষ ভাবে খেলে যায়। পড়াশোনায় লুকোচুরি, জীবনে প্রতিষ্ঠিত হবার লড়াইএ লুকোচুরি, ছোট্ট ছোট্ট কথা লুকোতে লুকোতে আজ তাদের মাঝে এক শক্ত অদৃশ্য প্রাচীর তৈরী হয়ে গেছে যা ভাঙা তো কঠিন কিন্তু অসম্ভব নয়। ছোট বেলার প্রাণ খোলা সেই মনটা আজ পরিবেশ পরিস্থিতির চাপে , নানা কূট কৌশলে চাপে পরিপূর্ণ। কথাতো হয়, তবে না বলা কথাই বেশি থেকে যায় মনের ভেতরে। এই কথার লুকোচুরি খেলা হয়ত শেষ হবে একদিন। সেদিন আবার জটিল হয়ে যাওয়া সম্পর্কের সমীকরণটা আবার সহজ হয়ে যাবে।



Rate this content
Log in

Similar bengali story from Abstract