STORYMIRROR

Nandita Mondal

Abstract

4  

Nandita Mondal

Abstract

ঘুড়ি

ঘুড়ি

1 min
399

জীবনটাই একটা ঘুড়ি। সেটা বিভিন্ন সম্পর্ক নামক সুতো দিয়ে সংসার নামক লাটাইয়ে বাঁধা । জীবন চায় প্রাণ খুলে উড়ে যেতে , সুবিশাল আকাশকে জানতে। কিন্তু সে তো বাধা পড়ে আছে সুতোতে। আগল একটু আলগা হলেই পত্ পত্ করে তর্ তর্ যেই না ওঠা ওমনি একটা হ্যাচকা টান । ব্যস! সুতো কমজোড় হলে ভোকাট্টা!বজ্র আটুনি ফসকা গেঢ় আরকি! তারপর কাটা ঘুড়ির কপাল! হয় অযত্নে নষ্ট হওয়া না হলে আবার নতুন সুতোয় বাধা পড়ে নতুন করে উড়ে চলা। আর সুতোই যদি আদর ভলোবাসা যত্ন দিয়ে ভালো মাঞ্জা থাকে জীবন ঘুড়িও ভালোই ওড়ে অনেক উঁচুতে আকাশকে একটু ছোঁয়ার আশায়। কালের নিয়মে ভোকাট্টা তো একদিন হতেই হবে তবু যতক্ষন থাকা ততক্ষন যেন আকাশের রূপ রস গন্ধ গায়ে মেখে নিতে পারা।

                               ******



Rate this content
Log in

Similar bengali story from Abstract