STORYMIRROR

Nandita Mondal

Classics Inspirational Others

4  

Nandita Mondal

Classics Inspirational Others

নতুন আশা রঙিন দিন

নতুন আশা রঙিন দিন

1 min
251

রোজ সকালে বাগানে গাছে জল দেওয়ার সময়

কাকলি লক্ষ্য করে টুনটুনি পাখিটা মুখে করে ঘাস- ছোট ছোট কাঠি নিয়ে এসে তার সাধের বাগানের কামিনী গাছের ডালের আড়ালে চলে যায়। কাকলি উৎসুক হয়ে কামিনী গাছের তলায় গিয়ে দেখে টুনটুনি জোড়াটি সেখানে তাদের সাধের বাসা বানাচ্ছে। তাদের অনাগত সন্তানের জন্য এক সুরক্ষিত আশ্রয়। বড় ভালো লাগল কাকলির। আজ সকালে আসা নতুন সুখবর তারও অনেক দিনের সাধকে পূর্ণতা দিতে চলেছে। তার অনেক দিনের ইচ্ছা ছোট্ট কচি কচি দুটো হাত তার গলা জড়িয়ে ধরবে; তাকে মা বলে ডাকবে। বারবার ক্ষত বিক্ষত হয়ে আবারও সে নতুন করে আশায় বুক বেঁধেছে। ঠিক যেভাবে গত কালবৈশাখী ঝড়ে বাসা ভেঙে যাবার পর টুনটুনি দম্পত্তি আবারও নতুন আশায় ঘর বাঁধছে।


Rate this content
Log in

Similar bengali story from Classics