লোভ
লোভ


দোলের দিন সকাল থেকেই গুপ্ত কাকিমা সজাগ দৃষ্টি রাখছেন কাকুর উপর। কাকুর স্বভাবটা তো জানা। তার উপর আজ পাশের ফ্ল্যাটের মিসেস চৌধুরী আসবেন, তাই কাকি মোটেও ভরসা করতে পারছেন না কাকুকে।
মিসেস চৌধুরী এলেন,
কাকি মিসেস চৌধুরী কে রং ছুঁইয়ে দোলের শুভেচ্ছা জানিয়ে চা বানাতে গেলেন। কিন্তু মিসেস চৌধুরীর আকস্মিক চিৎকারে কাকি হন্তদন্ত হয়ে এসে দেখলেন, যা ভয় পাচ্ছিলেন তাই ঘটেছে। 'আমি অনেক মানা করেছি মিসেস গুপ্ত কিন্তু উনি আমার নিষেধ কানেই তুললেন না।'
কাকি কাকুর দিকে তাকাতেই কাঁদোকাঁদো হয়ে কাকু বললেন,' একটা জিলিপি শুধু খেয়েছি গিন্নি, মিসেস চৌধুরী বানিয়ে নিয়ে এলেন, এনার হাতে তৈরি জিলিপির লোভ সামলাতে পারছিলাম না যে...'।