লেখালেখির অনুপ্রেরণা
লেখালেখির অনুপ্রেরণা


রবির লেখালেখির শখটা ছোটবেলা থেকেই। আর রবির এই শখটা এসেছে ওর দাদুভাই'এর থেকে। দাদুভাই তার ডাইরি'তে ছোটদের নিয়ে অনেক গল্প লিখতেন। কিন্তু তা সকলের সামনে প্রকাশের চেষ্টা তিনি কখনও করেননি। আর সে যুগে তো সোস্যাল মিডিয়ার অত রকমারি ছিল না, যেরকম এখন বিভিন্ন সাইটে গল্প লিখে তা প্রকাশ করা যায়। তাই রবির দাদুভাই'এর গল্প গুলো ডাইরিতেই বন্দী হয়ে থেকেছে। তবে দাদুভাই রবিকে মাঝেমাঝেই তার গল্পের ডাইরি থেকে গল্প পড়ে শোনাতেন। আর ছোট্ট রবি তা মন দিয়ে শুনতো, কখনো আবার এই গল্পগুলো কে সত্যি ভেবে কল্পনার জগতে ভেসে যেত। এখন রবি বড় হয়েছে। দাদুভাই আর নেই। তবে দাদুভাই'এর স্বপ্ন আছে রবির মধ্যে। রবি এখন একজন বড় মাপের লেখক। তবে এবার বইমেলায় রবি তার দাদুভাই'এর লেখাগুলো একটি বই'র আকারে প্রকাশনের জন্য দিয়েছিল। আজ তা "ইচ্ছে ডানা" একটি শিশু পাঠ্য পুস্তকে প্রকাশ পেয়েছে। রবি এই সম্মানটুকু দিয়েই আজও তার দাদুভাইকে খুশি করতে চায়। কারণ রবি তার লেখালেখির জন্য অনুপ্রেরণা তো দাদুভাইয়ের কাছ থেকেই পেয়েছে।