কল্পনায় মানস
কল্পনায় মানস


বীভৎসপুরের বাইরে মানস কোনোদিন বেরোয়নি । এই প্রথম অলীকনগরে বন্ধু চতুরঙ্গের সাথে ঘুরতে এসেছে । অলীকনগরের জীবন এত যে সুন্দর সে কল্পনায়ও আনতে পারেনি । স্বচ্ছ নদী , ঘন সবুজ ছড়িয়ে এদিক ওদিক । সোনার রঙে মোড়া হরিণগুলো ছুটে ছুটে বেড়াচ্ছে , বাঘ আছে দু এক্টা গভীর জঙ্গলে ।
জীবন্মুখী ছেলেকে ডাক দিলেন , " বেলা হলো ওঠ এবার । দেখ কারখানায় স্ট্রাইক উঠলো কিনা । কি রে ওঠ ! " বলেই মুখের উপর জল ঢেলে দিলেন ।
ধড়মড়িয়ে উঠে বসলো মানস তার কল্পনায় পর্যটনে ইতি টেনে ।