কবিতার
কবিতার


ড. রীতা দে
সেদিন দেখলাম বাচ্চারা
বটের ঝুরি ধরে দোল খাচ্ছে
নিশ্চিন্তে পুকুরের ওপরে
নির্ভরতা আর বিশ্বাসের খুঁটিটা বেশ মজবুত ।
বাগর্থ - ড. রমেশ চন্দ্র মুখোপাধ্যায়
ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন -
To me the meanest flower that blows
give thoughts too deep for tears.
অর্থাৎ নামগোত্রহীন সবচেয়ে অবজ্ঞাত ফুলটিও কবিমনকে চোখের জলেরচেয়ে গভীরতর সত্যের কথা বলে । রীতার কাছে তেমনি ভুবনে যা কিছু তুচ্ছ যা কিছু অবজ্ঞাত যেটাকে আমরা খেয়াল করি না সেটাকে খেয়াল করেই থমকে যাই। একটা কবিতা উৎসারিত হয়। অর্থাৎ রীতার কবিতাগুলোকে উদান হিসেবে চিহ্নিত করা যায় । উদান বুদ্ধবচনের একটি সমাহার । সূত্রপিটকের খুদ্দনিকায়ে বুদ্ধবচনের ছোট ছোট অংশগুলি সঙ্কলিত হয়েছে তার মধ্যে একটি হল উদান।ভগবান বুদ্ধ
বোধিবৃক্ষমূলে সিদ্ধলাভের পর সাতদিন বোধিবৃক্ষের তলাতেই ছিলেন । বিমুক্তি লাভের আনন্দে মেতে তারপরে উল্লাসে একটি গাথা উচ্চারণ করলেন ।নানা পরিস্থিতিতে ভগবান এর অএই সমস্ত গাথা সন্নিবিষ্ট হয়েছে উদানে।উদান শব্দের অর্থ হ'ল উচ্ছ্বসিত গাথা। এই উদানকে উদানকে আমরা সাহিত্যপ্রকার বা
genre বলতে পারি ।
রীতার কবিতাও ঐ gnre - এর অন্তর্গত ।