Sayandipa সায়নদীপা

Tragedy

2.0  

Sayandipa সায়নদীপা

Tragedy

জীবন লাভ

জীবন লাভ

1 min
10.6K


অসংখ্য ছিন্নভিন্ন নিথর দেহ আর শত কাতরানির মাঝে বসে ঠকঠক করে কাঁপছিল বাপ্পা। বাবার সাথে এক রাজনৈতিক দলের সমাবেশে এসে সভা শেষ হওয়ার পর সেই সবে বড় মাংসের পিসটায় কামড় বসিয়েছিল সে, আর তখনই চারিদিক অন্ধকার করে ধেয়ে এলো এক কানফাটানো আওয়াজ, সেই সঙ্গে মুহূর্তের জন্য সারা শরীর জুড়ে অনুভূত হলো এক অসহ্য যন্ত্রনা। তারপর…

ভীতস্বতন্ত্র বাপ্পার কপালে একটা প্রশান্তির চুমু এঁকে দিয়ে বাবা বলে উঠলেন, “বাঁইচ্যা গ্যালাম রে ব্যাটা, আজ থেইক্যা তোর-মোর প্যাটের চিন্তাটা আর কইত্তে হবেক লাই।”


Rate this content
Log in