হাসি-রাশি 2
হাসি-রাশি 2


৪।
বলি শুনছ। কোথায় গেলে...... প্রায় আধ ঘণ্টা হয়ে গেল তোমার কোনও সাড়া শব্দ নেই। বলি গেলে কোথায়?
হুম
সেই সকালে বললে ঘর ঝাড়ু দেবে। তা এখনও হল না ঝাড়ু দেওয়া? কোথায় তুমি
আমি খাটের তলায়।
আবার তুমি ঝাড়ু দেবার নাম করে খাটের তলায় ঢুকে ঘুমোচ্ছ?
৫।
হ্যাঁ গো আজ ডিনারে কি মেনু ?
হায়দ্রাবাদি বিরিয়ানি
আরি ব্বাস দাও দাও ( খাইক্ষন খাবার পর) হ্যাঁগো বিরিয়ানিতে চিকেন তো দেখতে পাচ্ছি না।
সত্যি বাবা...... হায়দ্রাবাদি বিরিয়ানিতে হ্যদ্রাবাদের নাম গন্ধ ও নেই তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না। শুধু চিকেন, চিকেন করে গেলো।
৬।
কি ব্যানার্জি দা আজ এ রকম মন খারাপ করে বসে আছো কেন?
আরে ভাই আজ মনটা বড় খারাপ
কেন কি হল?
নাহ আজ আমি বুঝতে পারছি যে আমি বুড়ো হয়ে গেলাম।
সেকি? কি করে বুঝলেন?
কাল জানো আমার বৌ , যার এতো সন্দেহ বাতিক সে কিনা আমাকে একা ওর সবচেয়ে সুন্দরী বন্ধুর সামনে বসিয়ে রেখে চা করতে চলে গেল।