STORYMIRROR

নন্দা মুখার্জী

Tragedy

0.6  

নন্দা মুখার্জী

Tragedy

গরীবের স্বপ্ন

গরীবের স্বপ্ন

1 min
2.7K


   সারাবছরের অভাবের সংসারে একটু ভালো থাকা ভালো খাওয়ার জন্য ললিতা একটা লেডিস টেলারিং এর দোকানে কাজ নিলো। কিছুটা হলেও সংসারের সুরাহা যেমন হোল সে কিছু টাকাও মাসের শেষে সঞ্চয় করতে শুরু করলো। এই সামান্য টাকা সঞ্চয়েই সে পুজোর চারটে দিন আকাশকুসুম ভাবতে থাকে। পুজোর আগেই বেশি বেশি জিনিস এনে সে বাড়িতে বসে রাত জেগে সেলাই শুরু করে বাড়তি রোজগারের আশায়। হাজার পাঁচেক টাকা সে কয়েকমাসের মধ্যেই জমিয়ে ফেলে। কিন্তু বিধাতা বোধকরি অলক্ষ্যে হাসছিলেন। হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাতের মতই ললিতার স্বামী যে মুদিখানার দোকানে সে কাজ করে সেই দোকানের জিনিসপত্র কিনে সাইকেল করে আসার সময় অ্যাক্সিডেন্ট করে।পুজোর চারটে দিনই ললিতার হাসপাতালে কাটে শেষ সম্বল পাঁচহাজার টাকা নিয়ে।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy