Rima Goswami

Tragedy

3  

Rima Goswami

Tragedy

এক যে আছে নদী

এক যে আছে নদী

2 mins
232


১৯৭৬ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো , এক সকালে এক অজানা জ্বর ডায়রিয়ার শিকার কিনসা বলে এক কৃষণাঙ্গ শিশু । কিনসা র বসতি র আশেপাশে র লোকজনের মধ্যে ও সেটা দড়ি গতিতে ছড়িয়ে পড়লো এক রাতের মধ্যে । সবাই প্রথমে গ্রামের একদম শেষে বাস করা দোসিজা বলে এক বুড়িকে এই রোগের কারণ বলে মনে করল কারণ তাকে সকলে আগে থেকেই ডাইনি বলে মনে করত । যে দিন কিনসা র রোগ ধরল তার আগের দিন নাকি সে ওই দোসিজার ঝোপরি র পাশে খেলছিল । রোগ ক্রমে ক্রমে বাড়তে লাগলো ,গ্রামের সবার রাগ গিয়ে পড়ল ওই বুড়ির উপর । সবাই মিলে সমবেত আক্রমণ চালায় দোসিজার উপর পিটিয়ে মেরে ফেলে দেয় ইবোনা নদীর মধ্যে । অনেক কাকুতি মিনতি করেছিল বুড়ি দোসিজা , বলেছিল আমাকে না মেরে বদ্যি হাকিম দেখাও পোলাপান গুলোকে । কেউ শোনে নি হতভাগ্য মানুষটার কথা । তবে দোসিজাকে মেরে ফেলে ও রোগের প্রকোপ কমল না উত্তরোত্তর বেড়েই চললো । প্রথম আক্রান্ত কিনসা র চামড়া ফেটে রক্ত বের হতে লাগলো , মাড়ি দিয়ে রক্ত পুঁজ বের হতে লাগলো , সাথে ধুম জ্বর । কদিনে এ ভাবে কিনসা সহ অনেকজন মারা গেল । সবাই বুঝলো এটা একটা রোগ কিন্তু এটা ছড়াচ্ছে কি থেকে ?আর এর প্রতিষেধক কি ? গ্রাম উজাড় হওয়ার আগে কিছু একটা করতে হবে । গ্রামের বদ্যি বললো শহরের সাহেব ডাক্তার কিছু একটা উপায় দিতে পারে । সাহেব গ্রাম এ এলেন রোগী আর রোগের লক্ষণ দেখলেন । তার সাথে একটা জিনিস লক্ষ করলেন গ্রামে বাদুড় খাওয়ার প্রচলন খুব বেশি আর যত্র তত্র শুয়োরের খোয়ার । সন্দেহ হল এগুলোই মাধ্যম জীবাণুর । রক্তের নমুনা নিয়ে ফিরে গেলেন শহরে আর সাবধান করলেন বাদুড় ভক্ষণ করতে আর শুয়োরের সংস্পর্সএ আসতে । হ্যাঁ যা ভেবেছিলেন তাই ! রোগের মাধ্যম পশুর জীবাণু । প্রতিষেধক টিকা তৈরি করতে সাহায্য করলো WHO । টিকা দেয়ায় সুস্থ হয়ে ওঠে রোগীরা । তার পর উৎপত্তি স্থল গ্রামে বয়ে চলা ইবানো নদীর নামে ভাইরাসের নাম রাখা হলো ইবানো ভাইরাস । তবে সেই শুরু হলেও এই আতঙ্কের শেষ হয়ে যায় নি বারংবার ফিরে এসে বহু মানুষের প্রাণ নিয়েছে আর ভবিষ্যতে আরও নেবে । দরকার সচেতনতা , দরকার বন্যপ্রাণী ভক্ষণ এর উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ । কথায় আছে


(Prevention is better than cure. Prov. It is better to try to keep a bad thing from happening than it is to fix the bad thing once it has happened)


Rate this content
Log in

Similar bengali story from Tragedy