দম্পত্তি জীবন
দম্পত্তি জীবন


রাজেশ এবং রিয়া দুই দম্পতি। তাদের বিয়ে আজ পাঁচ বছরে এসে পাড়া দিল।
ভালোবেসে ওদের বিয়ে। অনেক পরিস্থিতির মোকাবেলা করে ওদের বিয়ে হয়।
বাড়ির কেউ ইচ্ছে ছিল না ওদের বিয়ে দিতে
কারণ ওরা দুজন দুই ধর্মের ছিল। কিন্তু ওরা কারুর পরোয়া না করে বিয়ে করে। ওদেরকে বাড়ি থেকেও বার করে দেওয়া হয়। কারণ ওরা ওদের ধর্ম কে উপেক্ষা না করে একসাথে বিয়ে করে।
ওদের বৈবাহিক জীবন খুব ভাল ছিল খুুুব ভালো কাটছিল কিন্তু ওদের বৈবাহিক জীবনে একটা আনন্দ ছিল না।
কারণ বিবাহের দু বছরে অন্তরে রিয়ার গর্ভপাত হয়ে যায়। তারপর এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে রাজেশ খুব সাহায্য করে।
তারপর ওরা আবার চেষ্টা করে যাতে ওরা মা বাবা হতে পারে কিন্তু দ্বিতীয় বারও গর্ভপাত হয়ে যায় রিয়ার ।
তারপর ওরা দুজন সিদ্ধান্ত নিল যে ওরা মা-বাবা হওয়া খুশি মনে হয় আর পাবে না। কিন্তু একদিন সেই খুশি ওদের ঘরে আসে।
রাজেশের বন্ধু রাজেশ কে একটা কথা বলে যে যেহেতু ওরা মা বাবা হতে পারছে না তাহলে কোন চাইল্ড কেয়ার হোম থেকে যেন কোন বাচ্চাকে দত্তক নেই ।কোন বাচ্চাকে মা-বাবার হওয়ার সৌভাগ্য এবং ওরাও একটা বাচ্চার খুশি পূরণ করতে পারে।
তারপর ওরা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে ওরা চাইল্ড কেয়ার হোম থেকে বাচ্চা দত্তক নেবে। গর্ভবতী হওয়া নিয়ে রিয়ার কথাা শুনতে হয়েছিল পাড়া-প্রতিবেশী থেকে।
ওরা চাইল্ড কেয়ার হোম থেকে ছোট্ট মেয়েকে দত্তক নেয় এবং সেই মেয়ের নাম রাখে "বর্ণালী"। বর্ণালী কে ওরা মা বাবার আদর দিয়ে বড়় করতে থাকে।
প্রথম প্রথম রিয়ার একটু কষ্ট হয় কিন্তুু ওরা দুজনেই একসাথে সব পরিস্থিতির মোকাবেলা করে একটা সুখে শান্তিতে জীবন যাপন করছে। যা তারা কখনো কল্পনাও করতে পারিনি।
ওরা মা বাবা হওয়া়র খুশি তো পেয়ে গেছিল কিন্তু নিজের মা-বাবার মধ্যে এখনো নিজের জন্য ভালোবাসার জাগার চেষ্টা করে যাচ্ছে ওরা চেষ্টা করে রাখছে ।