দিনলিপির আসর ( শব্দ ও সময় )
দিনলিপির আসর ( শব্দ ও সময় )
শব্দ ও সময় দুইয়ের একটি প্রধান বৈশিষ্ট্য আছে | প্রথমটি যখন মুখ থেকে বেরিয়ে কোনো মানুষের কানের ভিতর পৌঁছায়, সেই শব্দকে আমরা ফিরিয়ে আনতে পারি না | একইভাবে সময় চলে গিয়ে অতীতের বেশ গ্রহণ করলে, সেই সময়কে ফিরে পাবার মত ক্ষমতা আর কারও থাকে না | স্বয়ং ঈশ্বরও এই নিয়মের বাইরে গিয়ে কাজ করেন না |
একদা আমার নিজের অজান্তে, আমি অহংকারের বাহুবন্ধনে আটকে গিয়ে মুখ থেকে কিছু শব্দ আমার জীবনের সবথেকে প্ৰিয় মানুষকে বলি | তারপর থেকে সেই শব্দ এবং সেই সময়কে ফিরে পাবার চেষ্টা প্রতিদিন করে চলেছি | কিন্তু আমি ব্যর্থ!
ক্রমশ......
