Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Drama

3  

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Drama

বৃষ্টি

বৃষ্টি

1 min
252


সারাটা দিন আকাশ মেঘলা থাকার দরুন আমিই মাকে বললাম - " মা, আজ খিচুড়ি করো । বৃষ্টি আসতে পারে ! "


এমন সময় আমার দাদা হঠাৎই একগাল হাসি নিয়ে লাফাতে লাফাতে

" বৃষ্টি এসে গেছে? বৃষ্টি এসে গেছে? " বলতে বলতে বাইরের উঠানে চলে গেল । 


আর তখনি বাইরে ঝমঝম শব্দে কান মাতলো । বুঝলাম, বৃষ্টি সত্যিই এসে গেছে । তবে এ সেই বৃষ্টি নয় । যে আমার দাদাকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করেছিল । পারে নি । বাঁচানো গেছে, কিন্তু সুস্থ মস্তিস্কটা অসুস্থ হয়ে গেছে । আমার দাদা আজ সমাজের চোখে পাগল ! 


কিন্তু আমি এই দাদাকেই মাঝে মাঝে চিনতে ভুল করি ! এত প্রেম কি সত্যিই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মধ্যে থাকতে পারে?


সমাপ্ত....



Rate this content
Log in

Similar bengali story from Abstract