দিনলিপির আসর ( ক্ষত )
দিনলিপির আসর ( ক্ষত )
শরীরের কিছু ক্ষত কোনোদিন মুচবার নয় | ক্ষতের দাগে বিদ্ধ হয়ে বেঁচে থাকাটাও মারাত্মক একটি ব্যাপার | তাহলে উপায়?
উপায় কেবল ভুলে থাকা | আজ সারাদিন কাজ করার পর যখন বাইরে বেরোলাম, মনে হল প্যান্ট টা একটু বেশিই টাইট লাগছে, ভুঁড়িটা বেশ বোঝা যাচ্ছে |
আসল কথায় আসি! আমার ব্যক্তিগত জীবনের একটি রহস্য আছে, যেটি কিছু সংখ্যক মানুষেরই জানা | যদিও এটাকে রহস্য বলা যায় কিনা আমার বেশ সন্দেহ আছে!
কিছু কিছু মানুষ যখন নিজেকে সর্বেসর্বা মনে করে নিজের মতামত অন্যের উপর জোর করে চাপাতে চায়, তবে সেটিকে মূর্খের পর্যায় ফেলা ছাড়া আর তো কোনো উপায় আমি দেখি না!
যাই হোক, বাড়ি যখন ফিরলাম, দেখলাম আমার ঘরের টিউবলাইট কাজ করছে না! আবার হয়ত নতুন লাগাতে হবে!
ক্রমশ.....
