STORYMIRROR

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Comedy

3  

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Comedy

দিনলিপির আসর ( কমেডি কল )

দিনলিপির আসর ( কমেডি কল )

2 mins
172

কত মানুষ এখনও টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে! আজকে ঠিক সেরকম মানুষের সাথেই আমার কথা হচ্ছিলো | বিকেল নাগাদ ফোনটা হঠাৎ বেজে উঠল | আননোন নম্বর | হ্যালো শুনতেই বুঝলাম, এই মানুষটা আমার অতিপরিচিত একজন | আমার প্রাক্তন অফিস কলিগ | কলিগ না বলে বন্ধু বলা চলে!


মেয়েটির প্রথম কথা শুনে বুঝলাম, প্রয়োজনে আমাকে মনে পড়েছে | তারপর সেই প্রয়োজন মিটলে ফোন রাখার তড়িঘড়ি দেখে মাথাটা গরম হয়ে গেল | ঠিক করলাম, এত সহজে ফোন রাখতে দেবো না | এত প্রয়োজনে ফোন কিসের? একবারও জিগ্যেসও করল না, কেমন আছিস?

উল্টে আমিই প্রশ্ন করলাম, বাড়ির সবাই কেমন আছে?

উত্তর এল, সবাই ভালো রে!


তারপর আমি একটি অবাঞ্চিত প্রশ্ন করে বসলাম, প্যানটালুন্স যাওয়া হচ্ছে?


জানি, এই প্রশ্ন টা খুব একটা স্বাভাবিক নয় | তাই আশাও করেছিলাম হয় একটা গালি আসবে, আর না হয় আমায় পাগল ভেবে ফোনটা মুখের উপর কেটে দেবে | কিন্তু, আশ্চর্যের বিষয় এই যে, কোনোটাই সে তখন করল না |


উত্তরে বলল, এখন তো লকডাউন রে | হিহিহিহি, লকডাউন খুললে আবার যাবো |


এই উত্তরটা একেবারেই কাম্য ছিল না | কিন্তু আবার একটা প্রশ্ন করতে মন চাইল | মনের কথা শুনে প্রশ্ন করলাম, এখন স্যালারি কত তোমার?


উত্তর এল, হিহি, তুইও না! জানিস না, মেয়েদের স্যালারি আর ছেলেদের বয়স জিগ্যেস করতে নেই?


মনে মনে ভাবলাম, এ তো উল্টোটা বলছে!


আবার বলল, যাহোক, তুই আমার খুব ভালো বন্ধু, তোকে বলাই যায়, ঐ তো বেশি নয় রে, খুব কম, স্যালারি বাড়াচ্ছেও না, মেরেকুটে হাতে সত্তর মত ঢোকে |


মনে পড়ল, দুজনে একসাথে কাজে ঢুকেছিলাম |


আর কিছু বলতে পারলাম না, ফোনটা কেটে গেল হঠাৎ!


ক্রমশ....


Rate this content
Log in

Similar bengali story from Abstract