শুভ চক্রবর্তী

Abstract Tragedy

3  

শুভ চক্রবর্তী

Abstract Tragedy

দিনলিপির আসর ( কল্পনা ) ৫ম দিন

দিনলিপির আসর ( কল্পনা ) ৫ম দিন

1 min
255


ক্ষনিকের জন্যে নিয়মিত অভ্যাসকে আবার নতুন করে ফিরে পাবার যে অসীম আনন্দ, তা অপ্রকাশিতই থাক |


সারাদিন আকাশ পরিষ্কার | রৌদ্রের তেজে, তাপমাত্রা গিয়ে ঠেকেছে চল্লিশে | গতরাতে, ঘুম সেভাবে হল না | জানালা খুললাম বটে, কিন্তু বাতাসের লেশমাত্র নেই | সারাগায়ে লালচে ঘামাচি ফুটে উঠেছে ঘাড়, ও কাঁধের চারিপাশে |


কাজ সেড়ে বিছানায় গা এলিয়ে জানালার দিকে চেয়ে রইলাম | পুবের আকাশ ধীরে ধীরে নিভো নিভো নীলচে আভায় নিজের রং বদলাচ্ছে | সাদা মেঘের হাতে হাত মিলিয়ে ধেয়ে আসছে কালো মেঘের দল | মুহূর্তে পরিবেশটা বেশ ঠান্ডা আকার নিলো | ঝড়ো বাতাসের স্পর্শে জানালার পর্দাগুলো দুলতে লাগলো | বুঝলাম, কালবৈশাখী আসতে চলেছে |


তারপর চোখটা যে কখন লেগে গেছে বুঝতে পারিনি | আচমকা মুখে জলের স্পর্শে ঘুমটা ভেঙে গেল | দেখলাম বড় বড় বৃষ্টির ফোঁটা বিছানার চাদর ভিজিয়ে দিয়েছে |


তবু, জানালাটা বন্ধ করলাম না | খুব করে আঁকতে ইচ্ছে করল | কিন্তু পরক্ষণেই নিজের মনকে বললাম, আঁকা নয়, লিখতে হবে! মোবাইলে নোটপ্যাডে গিয়ে কয়েক লাইন লিখে জানালাটা বন্ধ করে দিলাম |


                  কল্পনা

নিভে যাওয়া নীল শিখা ক্রমে কালচে বেশ ধরেছে |

জীবন্ত স্বপ্ন, মনের বাসনা, মরে যাক এবার ; এই ইচ্ছে!

লক্ষ্য, চাহনির জোর কমে যাক |

নিভে যাক মনের আগুন |


এই লেখাটাকে কবিতা বলা যায় কিনা জানি না | তবে এটুকু জানি, বাইরে বৃষ্টির শব্দে হাজার হাজার শব্দের ভিড়, এত সহজে কমবে না!


ক্রমশ.....





Rate this content
Log in

Similar bengali story from Abstract