দিনলিপির আসর-(ইউটউব) ষষ্ঠ দিন
দিনলিপির আসর-(ইউটউব) ষষ্ঠ দিন
টাকার লোভ, বড় লোভ | তবে এই লোভে আমি একদমই যে নেই, সেটা বলা যায় না | কখনও কখনও ওভারটাইমের জন্যে কাজের চাপে নিজেকে সময় দেওয়াটাই দুস্কর হয়ে ওঠে | তবে, এই খাটুনির জন্যে আমি যে কাজটাকেই গালিগালাজ করবো, তা কিন্ত নয়! আসল কথা, আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি | যতটা পারি কাজের মধ্যে থাকতে চাওয়াটাই আমার দিনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় | সপ্তাহের পাঁচ দিন নিজের সর্বস্ব দিয়ে কোম্পানির প্রয়োজন মেটাই | তারপরও ঐ টাকার লোভে পড়েই কোম্পানির কাছে নিজেকে সমর্পিত হতে হয় | এও লোভ বড় লোভ!
তবু এসব পড়ে আবার ভেবে নেবেন না, যে আমি প্রচুর টাকা পাই! সেগুড়ে বালি!
যতটুকু পাই, তাতে এই অবিবাহিত জীবনেও সামান্য অর্থ জমাতে সক্ষম হয়েছি | সাংসারিক জীবনে এই টাকার মূল্য, শেষ বলা চলে |
অর্থলাভের বিকল্প প্রচুর | যেমন, মার্কেটিং, সেলস, পার্ট টাইম জব, ইউটউব থেকে টাকা কামানো, ইত্যাদি ইত্যাদি | এতগুলো বিকল্পের মধ্যে আমার সক্ষমতার পরিধিতে কেবল একটি কাজকেই আমি বেশ স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারি ! আর সেটি হল ইউটউব থেকে টাকা কামানো |
ইউটউব এখনকার দিনে বেশ জনপ্রিয় একটি প্রচারের মাধ্যম | নিজের প্রতিভাকে দেশ-বিদেশে ছড়িয়ে দেবার ক্ষমতা এই প্লাটফর্মটি বেশ সহজে গ্রহণ করতে পারে | দ্বিতীয়ত, ইউটউবে নিজের প্রতিভা দেখিয়ে অর্থ উপার্জনের একটা সুযোগও থেকে থাকে |
এই একটি জায়গা থেকে অর্থ উপার্জনের একটি সহজ উপায় আমার মাথায় আজ খেলে গেল | ইচ্ছে হল একটি গেমিং প্লাটফর্ম বানাবো | গেমিং ভিডিও আপলোড করে, অপেক্ষারত হয়ে থাকবো, অর্থ উপার্জনের!
ক্রমশ.......
