STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational Children

4.3  

Manab Mondal

Abstract Inspirational Children

বন্ধু এলিয়ান

বন্ধু এলিয়ান

2 mins
275


সেইদিন লোডসেডিং ছিল। চাঁদের দেখা ছিলো না আকাশে। মিশমিশে কালো আকাশ হঠাৎ দেখি একটা তারা খোশে পরলো । দিদির দেখা দেখি আমি হাত জোর করে প্রার্থনা করলাম। তবে রাজকুমার হয়ে পক্ষী রাজা ঘোড়া চড়ার স্বপ্ন আমি দেখি না। ছাপোষা ঘরে দুষ্টু ছেলে পুলে আমি। বাপ মা বলে " পড়াশোনা করে যেইজন, গাড়ি ঘোড়া চেয়ে সেইজন । "

এ পাড়া বাবু কাকু সত্যি পড়াশোনা করছে বলে গাড়ি ঘোড়া চড়ছে। আমার মাথা ব্যাথা অঙ্ক কষা। ওটা যদি কেউ শিখিয়ে দিতো ভালো হতো। একটা মাষ্টার মশাই চাই যে ছড়ি বাড়ি না মেরে অঙ্ক শেখাবে। লোডসেডিং মানেইতো মাদুর পেতে বড়োদের আড্ডা আর পিসি কিংবা ঠাকুর মায়ের কোলে শুয়ে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া।

আজ ঘুমালাম না কেন জানি না। আমি আবার সাহসী খুব একা একা হাত পা ধুতে গেলাম। কারণ গরমে একটু ঠাণ্ডা হলে শরীরটা ঘুম এসে যাবে। হঠাৎ দেখি বিড়ালের মতো চোখ দুটো জ্বলজ্বল করছে কিছু একটা। অন্ধকারে বোঝা যাচ্ছিল মানুষের মতো কিছু একটা। ভুত ভেবে রাম রাম করতে অজ্ঞান হয়ে গেলাম। ভাগ্যিস কেউ দেখে নি লজ্জা ব্যাপার‌ । 

কুলোর মতো কান ওয়ালা ভুতের মত বেঁটে মানুষ মতো জীবটাই চোখে মুখে জল দিয়ে বললো " ভয় পেয়েও না আমি , ভুত না আমি তোমার বন্ধু এলিয়ান । তোমাকে অঙ্ক শেখাতে এসেছি।"

আমি বেশ খুশি , গল্পে শুনেছি এলিয়ান আলাদিন প্রদীপ জিনির মত

ো যা খুশি করতে পারে, তবে ম্যাজিক করে না, যা করে তাতে কিছু যুক্তি থাকে। কিন্তু মুশকিল হলো ওকে কিভাবে রাখবো ওই বললো পুতুল সাজিয়ে রাখতে। বেশ সুখেই দিন কাটছিলো আমার , অঙ্ক টাও ভালো শিখলাম। খেলাধুলা বেশ ভালো করলাম বললাম না ও ম্যাজিক করে না। ও আমাকে যোগা আসন করাতো। হঠাৎ আমি good boy হয়ে গেলাম। কিন্তু এতেই হিংসায়, আপু বাকিরা খোঁজ খবর নিতে শুরু করলো আমার ভালো ছেলে হবার রহস্য কি?

আমি খুব ভয় পেয়ে গেলাম। মানুষরা তো খুব বাজে হয় বলো। ওরা যা কিছু ভালো সব কিছু নিজেদের দখলে নেয়। বাঘ সিংকে , পাখিকে খাঁচায় বন্দী করে, রঙীন মাছকে একরিয়ামে বন্দী করে। জঙ্গলকে কেটে সাফ করে, পাহাড়কে গুড়িয়ে দেয়, নদীকেও আটকে দেয় বাঁধ দিয়ে। মানুষরা খুব স্বার্থপর ওরা ছোটদের ভালো চায় না। ভালো চাইলে কি খেলার মাঠগুলোকে করে নিয়ে বাড়ি ঘর বানাতে পড়তো? 

আমি ভয় পেয়ে গেলাম যদি এলিয়ান বন্ধুর কথা ওরা জেনে গিয়ে বড়োদের জানিয়ে দেয় তাহলে এলিয়ান বন্ধু তো বিপদে পড়বে বলো? তাই আমি ওকে পালিয়ে যেতে বললাম। ও খুব কাঁদছিলো। তবে এলিয়ান বন্ধু বলেছিলো ও আকাশে তারা হয়ে যাবে। আমার দেখতে পেলে ইশারা করবে আলো জ্বালিয়ে। আমি নাকি বুঝতে পারবো কারণ তারাটা চকচক করবে। আমি রোজ রাতের আকাশের দিকে তাকিয়ে থাকি। অনেক তারাই চকচক করে। বুঝতে পারি না কোন তারাতে আমার এলিয়ান বন্ধু আছে।



Rate this content
Log in

Similar bengali story from Abstract