STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Tragedy

3  

Manab Mondal

Abstract Romance Tragedy

ভালোবাসার ঘৃণা

ভালোবাসার ঘৃণা

4 mins
310

গরমের ছুটিতে পিসির বাড়ি যেতাম , গ্রামটাকে উপভোগ করতে। বয়স আজ বিশ্বাস ঘাতকতা করে তাই যেটুকু জমানো স্মৃতি মনে আছে তাই ভাগ করে নেবো আপনাদের সাথে। ভালোলাগাটা কখন যেনো একটা ঘৃণাতে পরিনত হয়ে গিয়েছিল।

ঝড়ে আম কুড়ানো, চৈত্রে ঝাঁপ, মেলাতে পুতুল নাচ, রাত জেগে যাত্রা পালা দেখা, হরিলুট বাতাসা কুড়ানো গল্প গুলো পুরানো, আমার গল্পে পাবেন বিশ্বাস ভঙ্গের কথা।

সে বছর আমি মাধ্যমিক দিয়েছি। বালুদা আর ওর বন্ধুদের রাতে যাত্রা দেখবো বলে বেরিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে কথা বার্তা বুঝলাম ওরা নিষিদ্ধ ছবি দেখতে যাচ্ছে। আমি যেতে রাজি হলাম না। ওরা বোঝালো গ্রামের দিকে এই সব সিনেমা দেখতে আঠারো বছর বয়স হতে হয় না। গোঁফ এর রেখা থাকলেই হয়।

আমি তখন বোকা ছিলাম, বা বাড়ি থেকে বোঝানো হয়েছিল, আঠারো বছরের আগে কোন সিদ্ধান্ত তুমি নিজে নিতে পারো না। সেইদিন বালুদার আমাকে বোঝালো এইরকম কোন মাপকাঠি থাকে না। এটা আইন একটা অংশ। বরং এই সুযোগে একটা সাতরো বছরের ছেলে ধর্ষণ করেও পার পেয়ে যায় আইনের চোখে।

সব বোঝানো ব্যর্থ হলো। আমি বাড়ি ফিরে আসতে শুরু করলাম একা একা, আর ভাবলাম টুসি যে আমার কাছে আসতে চায় , যে কোন অজুহাতে আমার ছোঁয়া পেতে চায় তাতে কোন অন্যায় নেই। ভালো লাগাটার কোন বয়স নেই।

চুপচাপ আমি শুয়ে পড়েছিলাম সেই দিন বালুদার ঘরে। হঠাৎ ঘরে দরজায় একটা ইতস্তত টোকা। ভাবনাটা মিলে গেলো, টুসি খোঁজ করতে এলো একা শুতে ভয় পাচ্ছি কিনা। এতো রাতে জেগে উঠেছে সে আমার জন্য কেন সেটা আমার জানা নয়, তাই ঘরে ভিতরে তাকে নিয়ে নিলাম অভিভাবক শুন্য এ বাড়িতে দুই কিশোর কিশোরী অজানা আকর্ষন , অজানা কৌতুহল , অজানা তৃষ্ণা মেটাতে আমার ঠোট বন্দী করলো ওর ঠোঁটকে। দুইজনে শ্বাস প্রশ্বাসে মিলে এক হয়ে গেলো সেই রাতে। হয়তো এখনো জমে আছে স্মৃতি হয়ে আজো ঐ ঘরটাতে সেই রাতের কাহিনী। এখনো ঘরটা দাঁড়িয়ে আছে এক ভাবে শুধু আরো রঙচঙে হয়েছে বাড়িটা। বালুদার চাকরি পেয়ে শহরে থাকে।

আমি শহুরে জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তবে পিসিমার সাথে আমরা সম্পর্ক রাখি নি বহুদিন। পিসিমার কোন দোষ ছিলো না যদিও। পিসা মশাই ভিটে ছাড়া হলো। কোন এক তালাক প্রাপ্ত মুসলিম মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে। মা বাবা পিসিকে আর ভাইদের কলকাতা নিয়ে চলে আসতে চাইলো। দুই ছেলেকে শহরে পাঠালেও নিজে এলো না । পিসা মশাই বাবা মাকে দেখার দায়িত্ব নিয়েছিলেন তিনি। শোনা যায়, খিচুড়ি স্কুলে দিদিমুনি আমার পিসি পরে দিকে নাকি ঐ অসহায় মুসলিম মহিলার দায়িত্ব নিয়েছিলেন। কারণ পিসা মশাই ওখানেও মন টেকে নি বেশি দিন। যাইহোক পিসা মশাই প্রতি যত ঘৃণা জমা থাক , আজ তার শ্রাদ্ধ , তার শ্রদ্ধা জানানো, তার শান্তি কামনার দিন।

অবশ্য অন্যকে ঘৃণা করার আগে নিজেকে ঘৃণা করা উচিত আমার। নিজের মনের কোণে যেটুকু জমানো স্মৃতি আছে , তারদিকে তাকিয়ে অপরাধী মনে হচ্ছিল নিজেকে। টুসির সাথে আমি যোগযোগ করি নি ওর বিপদের দিনে। টুসির বাবা শহিদ হলো। পাঞ্জাবে বালুদা চলে গেলো চাকুরী পেয়ে। গুরু ছাগলকে যেমন খোঁটা সাথে বেঁধে দেওয়া হয় তেমন টুসির বিয়ে দিয়ে দেওয়া হলো , বিশুর সাথে। কারণ পড়াতে খবর রটে ছিলো, টুসি নষ্ট মেয়ে শহরে গিয়ে নাকি বাচ্চা নষ্ট করে এসেছে।

সাতপাঁচ ভাবতে ভাবতে ওদের জানলার দিকে তাকিয়ে আছি, তখনই টুসি জানালা খুললো। বাড়ির ভিতরে ঢুকতে অনুরোধ করলো। আগে পিসির বাড়িতে এলে ওদের বাড়িতে সকাল বিকাল রাত কাটাতাম তাই ও বাড়িতে ঢোকাতে কোন আপত্তি বা কানাঘুষা হবার সম্ভাবনা নেই। বরং ওর সাথে কথা বলছি দেখে, খুড়ি মা বলে গেলো " বিশু তো বাড়ি নেই, তোর ছোটদাদার ঘরে দুইদিন থাক তুই, টুসির ছোট দার ঘরে এসিও লাগনো আছে। তোর কোন অসুবিধা হবে না।" কি একটা অজানা আকর্ষণে রাজী হয়ে গেলাম।

ওর মুখে শুনলাম , ওকে এখন আর কেউ নষ্ট মেয়ে বলে না। ব্যবসার জন্য অনেক টাকার বিনিময়ে পঞ্চায়েত কাছে বিশু স্বীকার করেছিল টুসিকে ও ধর্ষণ করেছে। তাই ওদের বিয়ে হয়ে গেলো। হুঁ ওর আজ এক সন্তানের মা কিন্তু ওদের মধ্যে কোন ভালোবাসা নেই। বরং আজো ও বিশুকে ঘৃণা করে। কারণ বিশুকে ভালোবাসতো রানি দি। ব্যবসা করতে ও অনেক টাকা দিয়েছিলো। কিন্তু বিশু ওকে বিয়ে করলো। রানি দি নিজে হাতে টুসির ফুল শয্যার খাটা সাজিয়ে ছিলো। কিন্তু পরেরদিনই ও সাদা চাদর মোরা অবস্থায় সাদাফুলখাটে শুয়ে বিদায় নিলো চিরদিনের মতো। ভীষন ঘৃণায় বিশুকে কোন দিন কাছে ঘেঁষেতে দেয়নি কোনো দিন।

ঐ দুই রাত শুধু ওর দৈহিক পিপাসা মেটালাম না। ওকে বললাম , সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। ও বললো আর একটা বছর সময় চায়। ছেলেটার মাধ্যমিকটা হয়ে যাক। তারপর আমি ওদের যেখানে নিয়ে গিয়ে যেমন ভাবে রাখবো ও কোন আপত্তি থাকবে না।

ওদের দুইজনকে আমি মাঝে মাঝেই টাকা পয়সা পাঠাতাম। কিন্তু সেইদিন বিশু হঠাৎ ফোন করে বললো -ওঁর ৭০০০০ টাকা লাগবে, ঐ টাকা দেবার পর, আমি টুসি আরওর ছেলেকে নিয়ে যেতে পারি যেখানে খুশি। আমি একটু অবাক হলাম। কারণ আমি দেখলাম ফোনটা হয়েছে ওর ছেলের ফোন থেকে , ওর ছেলেকে খুব স্নেহ করি। আমদের সম্পর্কে কথা ওর অজানা।

কিন্তু কিছুদিন পর ফোন করে জানতে পারলাম। ওটা আমার জন্য একটা ফাঁদ ছিলো । কিন্তু আজ টুসি আমার থেকে আর টাকা পয়সা নিতে চাইছে না। তাই বিশু ওকে খুব মারধর করেছে। টুসির ছেলে আমাকে অনুরোধ করলো। আমি ওর বাবাকে টাকাটা দিয়ে, যেনো ওর মাকে ওর বাবার হাত থেকে মুক্তি দেবার ব্যবস্থা করি। কিন্তু আমার বিশ্বাস ভঙ্গে করেছে টুসি। আমার মনে মধ্যে জোরো হয়েছে কিছুটা ঘৃনা যেটা হয়তো মুছে দিতে চাইছে মনের ভিতর যেটুকু জমানো ভালোবাসা ছিলো সেটাকে।



Rate this content
Log in

Similar bengali story from Abstract