আকাশ তুমি
আকাশ তুমি


ঐ আকাশী আকাশ।তোমার বুকে কত মেঘ আসে।যায়।কত ঝড় ঝঞ্ঝা আসে ।আবার চলে যায়।তোমার বুকে ভোরে এক রঙ।সকালে আরেক।সন্ধ্যেয় অন্য আরেক।আবার রাতে আরো আরেক।কত রঙে রঙে ভরা তোমার জীবন।
তোমার বুকে ভেসে চলে মেঘ।খুশিতে উড়ে চলে কত পাখিরা।উড়ে চলে আনন্দের ঘুড়ি।বেলুন।খুশির ফানুস।উড়ে চলে মানুষের নানা সৃষ্টির বিজয় রথ।
আর তোমাকে নিয়ে কত কল্পনায় রঙিন হয় কবি মন।