নজরুল ,একটা প্রেমের নাম
নজরুল ,একটা প্রেমের নাম
ছেলেটা রুটির দোকানে কাজ করে।ছেলেটা অবসরে কবিতা লেখে।গান বাঁধে।ছেলেটা বড্ড গরীব।লোকে ডাকে দুখুমিঞা বলে।
শত বাধা বিপদ পেরিয়েও স্কুলে যায় সে।স্কুলের পড়াশুনোর পাশাপাশি সে পড়ে আরো নানা ধরণের বই।পড়ে ধর্মগ্রন্থ।পড়ে সাহিত্য।তার সাথে সাথে সাহিত্য রচনাও করতে থাকে।দেখতে দেখতে যৌবনে পা দেয়।সেনাবাহিনীতে নাম লেখায়।দেশের হয়ে যুদ্ধে যায়।আবার ফিরে আসে।
দুখু বড় হয়ে ওঠেন।লেখেন কত গান।কত কবিতা।তাঁর কবিতায় , তাঁর গানে থাকে স্বাধীনতার বানী।থাকে প্রেমের বানী।তিনি মানুষকে ,দেশকে ভালোবেসে গেছেন আজীবন।তিনি প্রেমের এক গোলাপ ফুল।তিনি আমাদেরই চির পরিচিত নজরুল।