The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Rinki Banik Mondal

Fantasy

0  

Rinki Banik Mondal

Fantasy

আগন্তুক

আগন্তুক

1 min
646


মিত্র বাড়িতে আজ সকাল বেলাতেই কলিংবেলের আওয়াজ! মিতু আর রাজুর তখনও ঘুম ভাঙ্গেনি। ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠতেই অভ্যস্ত। পেপারয়ালা ছেলেটা বেল বাজায় না। জানলা দিয়ে পেপার ছুড়ে দিয়ে চলে যায়। ওকে তো এই মাসে টাকাও দেওয়া হয়ে গেছে। তাহলে এই সাত সকালবেলা কে কলিংবেল বাজালো তা মিতুর মাথাতেই আসে না। ঘুম ঘুম চোখে উঠে সদর দরজাটা খুলতেই মিতু দেখে ওর শ্বশুর শাশুড়ি বিহার থেকে এসেছেন। মিতু ওর হাসিমুখটা তাঁদের সামনে দেখালেও, মনে মনে রাগে গজগজ করতে থাকে। রাজ তো মা বাবাকে দেখে খুব খুশি হয়। ছেলে তাঁদের কাছে খবর না দিয়ে আসার কারণটা জানতে চাইলে তারা বলেন, ওদের একটু চমকে দিতে এসেছেন। মিতুর এইসব বিষয় অসহ্য হয়ে উঠতে থাকে। ও রাজকে আলাদাভাবে ডেখে বলে-

-------"তোমার মা-বাবা আগন্তুক এর মত এখানে এসে জুটলো কেন? বিরক্তিকর!"

-------"এই ভাবে বলছ কেন? কদিন থাকবে, তারপর তো চলেই যাবে।"

রাজুর কথা শুনে মিতু তখনকার জন্য চুপ করে যায়। কিন্তু পরে ও জানতে পারে, ওর শ্বশুর শাশুড়ি বৌমার জন্মদিন পালন করতেই এখানে এসেছে। দুদিন পরে চলেও যাবে। মিতুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy