যখন তুমি থাকবে না মোর পাশে
যখন তুমি থাকবে না মোর পাশে
যখন তুমি থাকবে না মোর পাশে
বইবে আমার শূন্য তরী
অকূল গাঙের মাঝে
ব্যথার পালে লাগিয়ে হাওয়া
এগিয়ে যাবো দিশাহারা
মন আঙিনার বেড়া ডিঙিয়ে
নীল গগনের শেষে
থাকবে সেথায় কে বা বসে
আমার পথপানে চেয়ে
বলতে যে চাই কানে কানে
প্রেমের ব্যথায় জড়ানো কাঁথা
অন্তঃপুরের গোপন কথা
যারে যায়না ভোলা যায়না বলা
নিঃশব্দে থাকে হৃদয়ে ঢাকা
