হাবিজাবি
হাবিজাবি


হাতিশালে হাতি ভরা আর ঘোড়াশালে ঘোড়া,
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীদের ভালোবাসায় মোড়া।
রাজপুত্তুর রাজকন্যে আছে জোড়া জোড়া,
টুনটুনিটা গল্প শোনায় খাবার বাদুড় ব্যাং পোড়া।
কী জ্বালাতন রাজামশাইয়ের পক্ষীরাজ ঘোড়া,
ঠ্যাং ভেঙেছে ওড়ার আগেই দেখে এক চন্দ্রবোড়া।
সুয়োরাণী আর দুয়োরাণী এনে মস্ত শিলনোড়া,
চুনে হলুদ বেটে লাগায় দিয়ে লম্বা কাশফুলের তোড়া।
রাজা আছে রাণী আছে, আছে মেলাই হাতি ঘোড়া,
রাজকন্যা রাজপুত্তুর আছে, আছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমী জোড়া।
ময়না টিয়ে বুলবুলি আর কথাবলা বাঁদরের পাটকেল ছোঁড়া,
রূপকথাদের রেলের গাড়ি হাজির হাবিজাবি নিয়ে, যত গল্পগাছার গোড়া।
(বিষয়: রূপকথা)