STORYMIRROR

Debashis Bhattacharya

Inspirational Others

3  

Debashis Bhattacharya

Inspirational Others

যদি সে একবার ফিরে তাকায়

যদি সে একবার ফিরে তাকায়

1 min
182

আমার প্রেমের কবিতা

আমার অন্তরে কহে যায়

চেতনার বেড়াজাল ডিঙিয়ে

প্রেমের হাতছানি দিয়ে 

স্বপ্নসমুদ্রে ভেসে।


আমার সত্তাটি আমাকে ছেড়ে যেতে চায়

গগন ভেদিয়া, গ্রহ-তারা ছাড়িয়া

দূরে….অনেক দূরে....বহুদূরে

একটিবার মিলনের আকাঙ্খায়

জীবন-মৃত্যুর পালা বদল করে

কাটাই  প্রতীক্ষায়

যদি সে একবার ফিরে তাকায়।


অনেক কথার পাহাড় জমা হৃদয়েতে

বলে বিগলিত হতে চায়

কোকিল যেমন থাকে 

বসন্তের অপেক্ষায়

সত্তাটি বসে তার অপেক্ষায়।


দিবা-রাতি তার নামের মালা জপে যাই 

ভাবি এই বুঝি ভোর হয়

কবিতার হবে উদয়

যদি সে একবার ফিরে তাকায়।


ভাসা-ভাসা মেঘপুঞ্জের ভালোবাসা নিয়ে

অন্তর্দার আলোকিত করে

মনের গহনে দোলা দেয়

স্নিগ্ধ বাতাসে শিউলি ঝরে যায়।


সে একাকী চলে যায় 

প্রেমের আলপনা দিয়ে

মনকে বসন্তে রাঙিয়ে

দূরে….অনেক….দূরে

দৃষ্টি ঝাপসা হয়ে যায়

সত্তাটি তবুও  থাকে নিস্তব্দে

একাকী পূবের বারান্দায়

যদি সে একবার ফিরে তাকায়।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational