উৎসব
উৎসব
নাগরদোলা, ভেঁপুর গান
সামনে খোলা ইস্টিশান
দুর্গাদালান শাস্ত্রময়
হয়ত ত্রিশূল অস্ত্র নয়
সেই অভাবেও কলের গান
আগমনী আর ভোর সমান
জন্ম থেকেই ধর্মলোক
খুলতেও পারো মা'র নোলক
উৎসবে আর সেইকদিন
মেলায় বিলোয় ধর্মঋণ
তবুও যে কেউ বিষফোঁড়ায়
পাড়ায় পাড়ায় মিথ জমায়