তত্ ত্বম্ অসি — তুমিই সেই
তত্ ত্বম্ অসি — তুমিই সেই
তোমায় দেখে হারাই আমি,
চেনা পথেও থমকে থামি।
তোমার চোখে যে আলো ঝরে,
সেই আলোতেই প্রাণ মরে।
তুমি শুধু প্রেম নও গো সুধা,
তুমি যে আমার চিরন্তন খোদা।
তোমার মাঝেই নিজেকে খুঁজি,
তুমি আমাতে, আমি যে তুঁঝি।
নয় সে শুধু দেহের টান,
তোমার ছোঁয়ায় জাগে মোর প্রাণ।
চোখের ভাষায়, নীরব হাসি—
বলে যায় শুধু "তত্ ত্বম্ অসি"।
তুমি যে আমি, আমি যে তুমি,
ভেদ নেই আর রাশি বা ভূমি।
ভালোবাসার এই মহাজলধি,
আত্মার প্রেমে একাকার নদী।
তোমায় ছুঁয়ে ছুঁই অনন্ত,
মায়ার বাঁধন হৃদয়-অন্ত।
তুমি আর আমি—একই অঙ্ক কষি,
হৃদয়ে বাজে অবিরাম ‘তত্ ত্বম্ অসি’।

